গাজীপুর, ১৫ মে, ২০২৫ (বাসস) : জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ২৭জন।
আজ বৃহস্পতিবার তাদের মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কারা কর্তৃপক্ষ।
এসময় কারা ফটকে তাদের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে সোমবার বিডিআর বিদ্রোহের মামলায় ৪০জন আসামির জামিন মঞ্জুর করেন আদালত।
জানা যায়, আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতের (প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ) বিচারক ইব্রাহীম মিয়া বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ৪০জনের জামিন আবেদন মঞ্জুর করেন।
জামিন পাওয়া ৪০জনের মধ্যে আজ সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে পাঁচজন, পার্ট-২ থেকে ১০জন ও হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১১জন মুক্তি পান।
এ ছাড়া বুধবার এই ইউনিট থেকে আরও এক বিডিআর সদস্য জামিনে মুক্তি পান। এর আগে হত্যা মামলায় খালাস পাওয়া ১৭৮জন বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়েছিলেন। এ নিয়ে এ ঘটনায় মোট ২১৮জন জামিন পেলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্টের জেল সুপার মোহাম্মদ আল মামুন বাসসকে বলেন, বুধবার বিকেলে বন্দি ২৭জন সাবেক বিডিআর সদস্যের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে কাগজপত্র যাচাই-বাছাই করে আজ সকালে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়।
পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দুটি মামলা হয়। এর মধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় বিচারিক আদালত ও হাইকোর্ট এরই মধ্যে রায় দিয়েছেন। মামলাটি চূড়ান্ত নিষ্পত্তির জন্য এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। অন্যদিকে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় বিচারিক আদালতে এখনো সাক্ষ্য গ্রহণ চলছে। এ মামলার সাক্ষী ১ হাজার ৩৪৪ জন।