জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন ও সদস্য পদ নবায়নে বগুড়া বিএনপির সভা

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ২১:৩১
বৃহস্পতিবার বিকেলে বগুড়ায় দলীয় কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

বগুড়া, ১৫ মে, ২০২৫ (বাসস) : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন ও সদস্য পদ নবায়নে বগুড়া জেলা বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে নবাববাড়ী সড়কে দলীয় কার্যালয়ে জরুরি সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার বিএনপিকে ধ্বংস করতে বহু ষড়যন্ত্র করেছে। দলীয় নেতাকর্মীদের খুন, গুম, মামলা, হামলা দিয়ে নির্যাতন করেছে। মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়েছে এবং তার সহধর্মিনী তিনিও মামলা থেকে রেহাই পাননি। কঠিন দুঃসময়ের মধ্যেও আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার যোগ্য নেতৃত্বে দলকে পরিচালিত করেছেন ও দলকে সুসংগঠিত করেছেন।

সভায় আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালন, দলের সদস্য পদ নবায়ন, মে ২৩ ও ২৪ তারিখে বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের রাজশাহী ও রংপুর বিভাগীয় তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার ও তারুণ্যের সমাবেশ সফল এবং বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটের প্রচারণার বিষয়ে আলোচনা হয়।

জরুরি সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপি মিডিয়া সেলের আহবায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, আব্দুল মহিত তালুকদার, আব্দুল বাছেদ, ফরিদুর রহমান ফরিদ, নুরে আজম বাবু, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম তৌহিদুল আলম মামুন, শেখ তাহাউদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, এনামুল হক শাহীন, এনামুল হক নতুন, জিয়াউল হক লিপন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, মৎসজীবী দলের আহবায়ক ময়নূল হক বকুল, তাঁতী দলের আহবায়ক সারোয়ার হোসেন, ওলামা দলের আহবায়ক মাও: জাকারিয়া, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ইউসুফ আলী, কৃষক দলের আহবায়ক সাইফুল ইসলাম রনি, যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরিশালে নতুন কমিশনার ও ডিসির সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়
সাবেক ভূমিমন্ত্রী ও পরিবারের সাড়ে ৪ কোটি শেয়ার অবরুদ্ধ সিআইডির
কাপ্তাইয়ে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক সভা
ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা
মোমিনুল-মুশফিকের ব্যাটে দ্বিতীয় সেশন বাংলাদেশের
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ১৭
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে নতুন ডিসির মতবিনিময়
ভূমি অধিগ্রহণে জনদুর্ভোগ লাঘবের ওপর জোর দিতে বললেন ভূমি উপদেষ্টা
ঢাবি জসীম উদদীন হলের এক শিক্ষার্থীর ট্রাস্ট ফান্ড স্বর্ণপদক লাভ
১০