কোরবানি-সম্পর্কিত বিষয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে কমিটি 

বাসস
প্রকাশ: ১৬ মে ২০২৫, ১১:৩০

ঢাকা, ১৬ মে, ২০২৫ (বাসস): বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীনকে আহ্বায়ক করে 'কোরবানি-সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটি' পুনর্গঠন করেছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত গেজেট জারি করেছে। যা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 'কোরবানি-সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটি' নিম্নরূপে পুনর্গঠন করেছে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা।

আরো সদস্য হিসেবে রয়েছেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকশ চৌধুরী, চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন-প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও এক্সিকিউটিভ চেয়ারম্যান, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), প্রধান উপদেষ্টার প্রেস সচিব, সচিব, শিল্প মন্ত্রণালয়,

সচিব, বাণিজ্য মন্ত্রণালয় কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়াও সদস্য হিসেবে এনজিও প্রতিনিধি (সরকার কর্তৃক মনোনীত), ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি (সরকার কর্তৃক মনোনীত), বেসরকারি প্রতিনিধি (সরকার কর্তৃক মনোনীত) থাকবেন। এ কমিটিতে 'সচিব' বলতে সিনিয়র সচিবও অন্তর্ভুক্ত হবেন।

কমিটির কার্যপরিধি বিষয়ে গেজেটে বলা হয়েছে, 'সঠিকভাবে চামড়া সংগ্রহ ও সংরক্ষণ এবং  পর্যাপ্ত লবণের সরবরাহ নিশ্চিত করার প্রক্রিয়া নির্ধারণ; চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করা এবং কোরবানির সাথে সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা, চামড়ার বিক্রয়লব্ধ অর্থ প্রাপ্তির ক্ষেত্রে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর স্বার্থ সুরক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান। কোরবানির হাট, পশু পরিবহণ এবং পরিবহনের সময় নিষ্ঠুরতা প্রতিরোধের বিষয়ে নির্দেশনা জারি এবং চামড়া শিল্প নগরী, সাভারসহ সারা দেশে দ্রুত ও যথাযথভাবে বর্জ্য ব্যবস্থাপনার জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন করা।

বাণিজ্য মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। কমিটি প্রয়োজনে আরো নতুন সদস্য নিতে পারবে (কো-অপ্ট)। কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে। এটি অবিলম্বে কার্যকর হবে।

আদেশক্রমে মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মোহাম্মদ খালেদ রহীম স্বাক্ষরিত এ গেজেট মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
১০