লক্ষ্মীপুর, ১৬ মে, ২০২৫ (বাসস): বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, দেশের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল এবং ভোট ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার গভীর ষড়যন্ত্র চলছে। এটি একটি অদৃশ্য শক্তি। এটিকে বার-বার ভিন্নরূপে দেখা যাচ্ছে।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টার দিকে পানির বোতল ছুঁড়ে মারা গভীর ষড়যন্ত্রের অংশ বলে মনে করি। এর অবশ্যই তদন্ত ও বিচার হওয়া উচিত। এটা নিয়ে এক পক্ষ আরেক পক্ষের মধ্যে তর্কযুদ্ধ হচ্ছে। তাই সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।
আজ শুক্রবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দির তালহাটি এলাকায় বিএনপির তৃণমূল প্রতিনিধি সভায় এসব কথা বলেন এ্যানী।
তিনি বলেন, বিএনপি মাটি ও মানুষের দল। দীর্ঘ ১৭ বছর ধরে ভোটের পরিবেশ ছিল না। মানুষ ভোট দিতে পারেনি। মানুষ বসে আছে ও অপেক্ষা করছে, ভোট দেয়ার জন্য। আর মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া এখন বিএনপির মূল টার্গেট। গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য সবাই প্রস্তুত হয়ে আছে। ভোটের পরিবেশের মতো পোস্টার ও ফেস্টুন দিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা করছে তৃণমূল বিএনপির নেতা-কর্মীরা। এটি ভোটের একটি আমেজ। আর এই আমেজের মাধ্যমে আগামীতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছে।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে এ্যানী বলেন, উদীয়মান ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ড একটি গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ। কেউ-কেউ পানি ঘোলা করতে চায়। এটি কোনোভাবে বিচ্ছিন্ন ঘটনা নয়। এটিকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একটা মিছিল আসছে। অনেক মিছিলই ঢাকা শহরে হচ্ছে। তাদের সঙ্গে আলাপ-আলোচনা করতে হবে। এক টেবিলে বসতে হবে। আবার আলোচনা করে বিদায়ও দিতে হবে।
তিনি বলেন, একটি নির্বাচিত সরকারও অনেকগুলো সমস্যা সমাধান করতে পারে না। ইচ্ছে করলে নির্বাচিত সরকারও সবকিছু করতে পারে না। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের ৯ মাস চলছে। তারা কীভাবে এতো দাবি ও চাওয়া-পাওয়ার সমাধান করবে।
এ্যানী বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমনিতে জনপ্রিয় নেতা হননি। তিনি খাল খননের মধ্যে দিয়ে এদেশের মানুষের আস্থা অর্জন করছেন। তাঁর জনপ্রিয়তা কাজে লাগিয়ে মাঠে কাজ করছে বিএনপি। বর্তমানে ১৫ বছরের একদলীয় শাসনকে বিদায় দিয়ে বহুদলীয় গণতন্ত্রে ফিরেছে দেশ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংসদীয় গণতন্ত্র, তাঁর ভিশন টুয়েন্টি-থার্টি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার সংস্কার প্রক্রিয়া নিয়ে বিএনপির নেতা-কর্মীরা কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও বিএনপি নেতা ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপি যুগ্ম-আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান, জেলা বিএনপি নেতা এডভোকেট হাফিজুর রহমান ও সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ।