শেরপুরে লোকালয় থেকে উদ্ধারকৃত সজারু বনে অবমুক্ত

বাসস
প্রকাশ: ১৬ মে ২০২৫, ১৯:০৬
শেরপুরে লোকালয় থেকে উদ্ধারকৃত সজারু বনে অবমুক্ত। ছবি: বাসস

শেরপুর, ১৬ মে ২০২৫ (বাসস): জেলার নালিতাবাড়ী উপজেলায় আজ লোকালয় থেকে উদ্ধারকৃত একটি সজারু মধুটিলা ইকোপার্ক  বনাঞ্চলে অবমুক্ত করেছে বন বিভাগ। 

আজ শুক্রবার বেলা ১১ টায় নালিতাবাড়ী উপজেলার পোঁড়াগাও ইউনিয়নের উত্তর কাটাবাড়ি এলাকা থেকে সজারুটি উদ্ধার করে বন বিভাগ। 

পরে উদ্ধারকৃত সজারুটি দুপুর ১ টায় উপজেলার মধুটিলা ইকোপার্ক এলাকায় অবমুক্ত করে বন বিভাগ।

স্থানীয়রা জানান, সজারুটি পাহাড় থেকে খাদ্যের সন্ধানে লোকালয়ে এসেছিল বলে ধারনা করা হচ্ছে।

একপর্যায়ে কুকুরের তাড়া খেয়ে সজারুটি স্থানীয় বাসিন্দা ক্লিন ম্রংয়ের বাড়িতে আশ্রয় নেয়। তিনি বিষয়টি বন বিভাগের স্থানীয় বিট কর্মকর্তাকে অবহিত করেন। পরে বন বিভাগ সজারুটিকে উদ্ধার করে এবং দুপুর ১ টায় উপজেলার মধুটিলা ইকোপার্ক এলাকায় অবমুক্ত করে।

এ বিষয়ে মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী জানান, ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এই প্রজাতিটি সংরক্ষিত। তাই সজারু শিকার, হত্যা বা এর কোনো ক্ষতি করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রাণিটিকে উদ্ধার করে নিরাপদ বনে অবমুক্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৪০ রান কম ছিল : মিরাজ
টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে স্থান পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
রাসায়নিক দুর্যোগ-দুর্ঘটনায় হাসপাতালসমূহের প্রস্তুতি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
চট্টগ্রামে জেলা পর্যায়ে ১৬ লাখ ৩২ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে-সিভিল সার্জন
মুন্সীগঞ্জে চারলাখ ৬৯ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেয়া হবে 
সাবেক অতিরিক্ত সচিব হারুনের জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
আরব আমিরাতে ২৫ বন্দির মুক্তির বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগ
কঠিন চীবর দান উপলক্ষে রাঙ্গামাটি সেনা রিজিয়নের সমন্বয় সভা
ইসরাইল ও হামাস যুদ্ধবিরতি চুক্তি : বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া
১০