চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

বাসস
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৯:০৩
আজ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন । ছবি : বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার শিবগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ বুধবার বিকেল ৫টায় উপজেলার ফায়ার সার্ভিস মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ মোড়ে গিয়ে পথসভায় মিলিত হন নেতাকর্মীরা। 

স্থানীয় যুবদল নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও শ্লোগানসহ ব্যাটারিচালিত ভ্যান গাড়ির শোভাযাত্রায় ৩১ দফা তুলে ধরেন। এছাড়াও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি প্রদর্শন এবং ঘোড়ার গাড়িতে বসে ছোট খালেদা জিয়া সেজে শোভাযাত্রাটি আরও প্রাণবন্ত করে তোলে নড়াইল লোহাগড়া উপজেলার আননূর জাহান তাহা।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ বাবু'র সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. শাহজাহান মিঞা। এসময় তিনি বলেন, যুবদল প্রতিষ্ঠার লক্ষ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের যুবসমাজকে সুসংগঠিত করা। আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং ৩১ দফার আলোকে দেশ গড়তে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. আশরাফুল হক, সদস্য সচিব মো. তোসিকুল আলম, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. সফিকুল ইসলাম, সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক অধ্যাপক আবুল বাসার প্রমুখ। 

বক্তারা যুবদলের ৪৭ বছরের ইতিহাস ও ভূমিকা তুলে ধরে বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট দিবস উদযাপন
বাতিল হচ্ছে ১২৮ জুলাই যোদ্ধার গেজেট 
বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ
হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিনকে দেখতে গেলেন ডা. রফিক
সার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে: কৃষি উপদেষ্টা
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ
রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো
এআই চিপ নির্মাতা এনভিডিয়া বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি 
আল-ফাশের হাসপাতালে ৪৬০ জন নিহতের খবরে হতবাক ডব্লিউএইচও
সুদানে আরএসএফ’র বর্বরতার নিন্দা জানালো ইইউ
১০