‘দুই মাসের মধ্যেই পুঁজিবাজার সংস্কার সম্পন্ন হবে’

বাসস
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ২০:৪১

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস): বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, কমিশন পুঁজিবাজারে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং আগামী দুই মাসের মধ্যেই সব গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে বলে আশ্বাস দিয়েছেন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিএসইসি মাল্টিপারপাস হলে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন।

বৈঠকে বিএসইসির শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় ব্রোকারেজ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

খন্দকার রাশেদ মাকসুদ তার বক্তব্যে বলেন, কমিশন বর্তমানে পুঁজিবাজার সংস্কারে সক্রিয়ভাবে কাজ করছে।

তিনি সংস্কারের মূল ক্ষেত্র হিসেবে মার্জিন রুলস, মিউচুয়াল ফান্ড প্রবিধান, আইপিও প্রবিধান এবং করপোরেট গভর্ন্যান্স নীতিমালা আধুনিকায়নের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, এসব সংস্কার বিষয়ে নেওয়া সিদ্ধান্তগুলো যৌক্তিক ও যুক্তিনির্ভর।

বাজারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে অতীতের অনিয়মের ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কমিশন কাজ করছে বলেও তিনি জানান।

পুঁজিবাজারের কাঠামোগত সমস্যাগুলো সমাধানে কমিশন দ্রুত পদক্ষেপ নিচ্ছে, যার মধ্যে নেতিবাচক ইকুইটির মতো বিষয়ও রয়েছে বলে চেয়ারম্যান উল্লেখ করেন।

তিনি আশা প্রকাশ করেন, এই সার্বিক উদ্যোগের সুফল খুব শিগগিরই পাওয়া যাবে।

বৈঠকে পুঁজিবাজারের বর্তমান অবস্থা, চলমান উন্নয়ন কার্যক্রম এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শীর্ষ ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বাজারের দক্ষতা ও নিরাপত্তা বাড়ানোর জন্য প্রয়োজনীয় বেশ কয়েকটি প্রস্তাব উত্থাপন করেন।

বৈঠকে বিএসইসি কমিশনার মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ
হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিনকে দেখতে গেলেন ডা. রফিক
সার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে: কৃষি উপদেষ্টা
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ
রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো
এআই চিপ নির্মাতা এনভিডিয়া বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি 
আল-ফাশের হাসপাতালে ৪৬০ জন নিহতের খবরে হতবাক ডব্লিউএইচও
সুদানে আরএসএফ’র বর্বরতার নিন্দা জানালো ইইউ
নৌপথ ও মৎস্য সম্পদ রক্ষায় একযোগে কাজ করবে : সাখাওয়াত  
এনইআইআর সিস্টেম চালু হচ্ছে শিগগিরই বন্ধ হবে অবৈধ মোবাইল সেট : ফয়েজ আহমদ তৈয়্যব
১০