অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস গণপূর্ত উপদেষ্টার

বাসস
প্রকাশ: ১৬ মে ২০২৫, ২১:০৩
গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। ফাইল ছবি

মুন্সীগঞ্জ, ১৬ মে, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জের শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। 

বৃহস্পতিবার দিবাগত রাত ২ টায় শ্রীনগর বাজারের বটতলায় কাপড় পট্টি, মুরগি পট্টি ও বানিয়া পট্টি গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

উপদেষ্টা আজ শুক্রবার অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বাজার এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সাথে কথা বলেন। এ সময় ক্ষতিগ্রস্ত দোকান মালিক এবং সাংবাদিকদের সাথে আলাপকালে উপদেষ্টা বলেন, ফায়ার সার্ভিসের রির্পোট হাতে পেলে অগ্নিকাণ্ডের কারণ জানতে পারবো তখন প্রয়োজনীয়  ব্যবস্থা নেওয়া যাবে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টার সাথে যোগাযোগ হয়েছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতা প্রশাসনের মাধ্যমে করা হবে। ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। তাদের  অনেক ক্ষতি হয়েছে। 

তিনি বলেন, শ্রীনগর বাজার অনেক পুরানো। অগ্নিকাণ্ডের কারণ জানার পর ফায়ার সার্ভিসের পরামর্শ মোতাবেক অগ্নি নির্বাপণের ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ সময় উপদেষ্টার সাথে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহিন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল ) মো. আনিছুর রহমান, শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২ টায় শ্রীনগর বাজারের বটতলায় কাপড় পট্টি, মুরগি পট্টি ও বানিয়া পট্টি গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ৭৯ টি দোকানের মালামালসহ সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় ৫ ঘণ্টা চেষ্টার পর সকাল আজ  ৭ টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান সংস্কার হচ্ছে খুনিদের বিচার করা : হাসনাত আবদুল্লাহ
বিএনপির ৩১-দফা ‘রাজনীতির মহাকাব্য’: সালাহউদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহাসংকটে পড়বে : এবি পার্টির চেয়ারম্যান
জীববৈচিত্র্য পুনরুদ্ধারে বেজাকে দেওয়া সোনাদিয়া দ্বীপের ভূমি বন্দোবস্ত বাতিল
জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তার বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন হোসেনকে
ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আপোষহীন সংগ্রাম করছে জামায়াত : ডা. শফিকুর রহমান
ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস : উপদেষ্টা আসিফ মাহমুদ
বেনাপোলে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হওয়ার পথে
১০