ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাসের দুই কর্মকর্তা গুলিতে নিহত

বাসস
প্রকাশ: ২২ মে ২০২৫, ১২:৩০ আপডেট: : ২২ মে ২০২৫, ১২:৫৩

ঢাকা, ২২ মে, ২০২৫ (বাসস): যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ক্যাপিটাল জিউশ মিউজিয়ামের সামনের ফুটপাতে, ইসরাইলি দূতাবাসের দুই কর্মকর্তা গুলিতে নিহত হয়েছেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, বুধবার রাতে এ হামলা হয়।

মার্কিন নিরাপত্তা দপ্তরের সেক্রেটারি ক্রিস্টি নোয়েম সামাজিক যোগাযোগমাধ্যমর এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, ‘আজ রাতে ইসরাইলি দূতাবাসের দুই কর্মী নির্মমভাবে নিহত হয়েছেন।’

ইসরাইলি নেতারা এটিকে ‘ইহুদিবিদ্বেষী হামলা’ বলে উল্লেখ করেছেন।

ওয়াশিংটন পুলিশ জানিয়েছে, হামলাকারীকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি জাদুঘরের বাইরে ঘোরাফেরা করছিলেন। হঠাৎ তিনি গুলি চালান। এতে একজন পুরুষ ও একজন নারী গুলিবিদ্ধ হন।

স্থানীয় গণমাধ্যম জানায় আটকের সময় হামলাকারী ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে চিৎকার করছিলেন।
জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এই হামলাকে, ‘একটি ঘৃণ্য ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী কর্মকান্ড’ বলে উল্লেখ করেছেন।

ড্যানি ড্যানন বলেন, ‘কূটনীতিক ও ইহুদি সম্প্রদায়ের ওপর হামলা চরম মাত্রা অতিক্রম করেছে। আমরা নিশ্চিত, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নেবে।’

তিনি আরও বলেন, ‘ইসরাইল বিশ্বজুড়ে তার নাগরিক ও প্রতিনিধিদের সুরক্ষায় দৃঢ় অবস্থান অব্যাহত রাখবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিরোজপুরে নতুন ঘর পেয়ে আপ্লুত ওমর ফারুক
মিয়ানমারের সহিংসতার ভিডিওকে পার্বত্য চট্টগ্রামের বলে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত: বাংলাফ্যাক্ট
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন রাজকীয় অবমাননার মামলায় রায়ের মুখোমুখি
খুবিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব প্রদর্শনী
‘আমরা বিএনপি পরিবার’-এর সতর্কীকরণ বিজ্ঞপ্তি: প্রতারক চক্রকে ধরিয়ে দিন
খুবিতে ল্যাবরেটরি সেফটি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কুয়েত প্রবাসীর মৃত্যু
রাজধানীতে সিএনজি বন্ধ করে ছিনতাই চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৪
ঝিনাইদহে ৩৮ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতালে
১০