নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সম্মিলিত উদ্যোগ জরুরি : পরিবেশ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২২ মে ২০২৫, ২০:২২
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি

ঢাকা, ২২ মে, ২০২৫ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সম্মিলিত উদ্যোগ জরুরি।

তিনি বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা শুধু একটি মানবাধিকার লঙ্ঘনের বিষয় নয়, এটি সমাজের সামগ্রিক অগ্রগতির পথে বড় বাধা। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা, দ্রুত বিচার, ক্ষতিগ্রস্তদের সহায়তা ও অভিযুক্তদের জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত ' হার ডিগনিটি,হার রাইটস: ইউনাইট  ফর স্টপিং ভায়োলেন্স উইমেন এন্ড চিলড্রেন’ শীর্ষক জাতীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় আমাদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও রাষ্ট্রীয় নীতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।

তিনি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন প্রয়োগ ও প্রতিরোধমূলক শিক্ষা কর্মসূচি বিস্তারের ওপর জোর দেন।

ব্র্যাক চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভাটি পরিচালনা করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী।

অনুষ্ঠানে বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, আইনজীবী শাহদীন মালিক, অধিকার ও উন্নয়ন কর্মী খুশি কবির প্রমুখ।

সভায় নারী ও শিশু অধিকারকর্মী, সরকারি বেসরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা  অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ
চাঁদপুরে ২২ দিনে ১২৫ জেলের কারাদণ্ড
গাজার স্থায়ী বিভাজন দেখছেন না মার্কো রুবিও
বিএনপির ৩১ দফা প্রচারে নওগাঁয় উঠান বৈঠক
এশিয়া সফরের পথে কাতার নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক
পাবনায় ট্রাকচাপায় দুই স্কুলশিক্ষার্থীসহ নিহত ৩
রাজশাহীর শিমুল মেমোরিয়ালে বিজ্ঞান মেলার সমাপনী
কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
সরকারি খরচায় লিগ্যাল এইডে ২৯,৬৭৩ শ্রমিককে আইনি সহায়তা
ইউক্রেন চুক্তি না হলে পুতিনের সঙ্গে ‘সময় নষ্ট’ করব না :  ট্রাম্প
১০