ঢাবিতে আগামীকাল শুরু হচ্ছে ২ দিনব্যাপী ‘বিজ্ঞান উৎসব’

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ১৭:৪৭

ঢাকা, ২৩ মে, ২০২৫ (বাসস): আগামীকাল প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘এস.এন.বসু জাতীয় বিজ্ঞান উৎসব-২০২৫’। 

বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চাকে অনুপ্রেরণা জোগাতে ‘বিজ্ঞান আড্ডা’ নামে শিক্ষার্থীদের একটি প্লাটফর্মের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

শুক্রবার প্লাটফর্মটির অন্যতম সংগঠক উমামা ফাতেমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উৎসব সম্পর্কে জানা যায়।

এতে বলা হয়, শনিবার (২৪ মে) সকাল ১০টায় এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. এনামুল হক, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ড. উপমা কবির প্রমুখ। শনি ও রোববার সকাল ১০টায় উৎসব শুরু হবে।

‘বিজ্ঞান আড্ডা’ প্লাটফর্মটি ছাড়াও এ উৎসবে সহ-আয়োজক হিসেবে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান সোসাইটি, গবেষণা সোসাইটি, কুইজ সোসাইটি এবং দাবা ক্লাব।

উৎসবে আইটি হ্যাকাথন, বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞানভিত্তিক সাধারণ জ্ঞান কুইজ, বিজ্ঞানভিত্তিক উপস্থিত বক্তৃতা, পোস্টার প্রেজেন্টেশন, উদ্ভাবন ও প্রদর্শন, দাবা ও রুবিক’স কিউব ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা হবে। এতে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল ছাত্র-ছাত্রীরা অংশ নিতে পারবে।

এ ছাড়াও কার্জন হল প্রাঙ্গণে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠান ও প্রকাশনার সমন্বয়ে ৩০টি স্টল বসবে। রাজধানী ঢাকার সরকারি বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানে স্টলগুলো প্রদর্শন করবে। স্টলগুলোতে দর্শনার্থীরা দেশের নানাবিধ উদ্ভাবনী প্রযুক্তি পরিদর্শন করতে পারবে।

এ উৎসবে আরও থাকবে বিজ্ঞানভিত্তিক টকশো, পলিসি ডায়ালগ, বিজ্ঞান জাদুঘরের মিউজিয়াম বাস ও টেলিস্কোপের মাধ্যমে নক্ষত্রবিক্ষণের সুযোগ। এ উপলক্ষে দর্শনার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিভাগের সত্যেন বোস জাদুঘরটি খুলে দেওয়া হবে। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে বিশেষ প্রদর্শনীরও ব্যবস্থা থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিহ্নিত মাদক কারবারিসহ ২৬ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
বগুড়ায় আওয়ামী লীগ নেতা সাবেরী আলম ছোটন গ্রেফতার
ক্ষমতায় গেলে বন্ধ ২৫টি পাটকল আবারও চালু করতে কাজ করবে বিএনপি : নজরুল ইসলাম খান
ঢাকার চারপাশের ৪টি নদী দখলমুক্ত করা হচ্ছে : রিজওয়ানা হাসান
শহীদ শেখ সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন আদিলুর রহমান খান
আরব আমিরাতে সর্বোচ্চ ৫০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড
দক্ষিণ সুদানে ফেব্রুয়ারি থেকে সংঘর্ষে অন্তত ৭৫ জন নিহত : জাতিসংঘ
জাতীয় ঐক্য সমুন্নত রাখার আহ্বান ছাত্রশিবিরের
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
চট্টগ্রামের হালদা নদীতে ৪৪৭ কেজি মাছের পোনা অবমুক্ত
১০