চট্টগ্রামে ডিপোতে তেলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শ্রমিকের মৃত্যু 

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ১৮:১৯
প্রতীকী ছবি

চট্টগ্রাম, ২৩ মে, ২০২৫ (বাসস): জেলার সীতাকুণ্ডে একটি ডিপোতে পুরনো তেলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে এবং অসুস্থ হয়ে চিকিৎসাধীন আরো তিনজন।

শুক্রবার সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আল মামুন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ছলিমপুর ইউনিয়নের জলিলগেট এলাকায় অবস্থিত জামাল কোম্পানির মালিকানাধীন ডিপোতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শ্রমিকের নাম-পরিচয় জানা যায়নি। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের মধ্যে মীর আহমদ (২৮) ও মোস্তফা কামাল (৩৫) দু’জনের নাম জানা গেছে। আরেকজনের পরিচয় জানা যায়নি। বর্তমানে আহত তিনজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহও হাসপাতালটির জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, ডিপোটিতে স্ক্র্যাপ জাহাজ থেকে পরিত্যক্ত কালো তেল এনে প্রক্রিয়াজাত করা হয়। তেল রাখা হয় সিলিন্ডার আকৃতির ট্যাংকে। প্রক্রিয়াজাতের পর ট্যাংকের নিচে কিছু ময়লা জমে থাকে। ওইগুলো পরিষ্কার করতে নেমে এক শ্রমিক অচেতন হয়ে পড়েন। পরবর্তীতে আরও তিনজন শ্রমিক তাকে উদ্ধারে নামলে তারাও অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, কালো তেলের ডিপো থেকে আহত চার শ্রমিককে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদে সাক্ষরে আগ্রহী ইসলামী আন্দোলন বাংলাদেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের মৃত্যুতে জামায়াত আমীর ও রুয়া নেতৃবৃন্দের শোক
পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে ভারত
কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র বিতরণ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন ৭টি বাস চালু
সিঙ্গাপুরের জাতীয় দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ
পটুয়াখালীতে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক
গণঅভ্যুত্থান পরবর্তী জনগণ শাসন ব্যবস্থার পরিবর্তন চায় : গোলাম পরওয়ার
নাইজেরিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় ১৯ নারী ও শিশু নিহত
আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত: সালাহউদ্দিন আহমেদ 
১০