চট্টগ্রামে ডিপোতে তেলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শ্রমিকের মৃত্যু 

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ১৮:১৯
প্রতীকী ছবি

চট্টগ্রাম, ২৩ মে, ২০২৫ (বাসস): জেলার সীতাকুণ্ডে একটি ডিপোতে পুরনো তেলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে এবং অসুস্থ হয়ে চিকিৎসাধীন আরো তিনজন।

শুক্রবার সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আল মামুন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ছলিমপুর ইউনিয়নের জলিলগেট এলাকায় অবস্থিত জামাল কোম্পানির মালিকানাধীন ডিপোতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শ্রমিকের নাম-পরিচয় জানা যায়নি। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের মধ্যে মীর আহমদ (২৮) ও মোস্তফা কামাল (৩৫) দু’জনের নাম জানা গেছে। আরেকজনের পরিচয় জানা যায়নি। বর্তমানে আহত তিনজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহও হাসপাতালটির জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, ডিপোটিতে স্ক্র্যাপ জাহাজ থেকে পরিত্যক্ত কালো তেল এনে প্রক্রিয়াজাত করা হয়। তেল রাখা হয় সিলিন্ডার আকৃতির ট্যাংকে। প্রক্রিয়াজাতের পর ট্যাংকের নিচে কিছু ময়লা জমে থাকে। ওইগুলো পরিষ্কার করতে নেমে এক শ্রমিক অচেতন হয়ে পড়েন। পরবর্তীতে আরও তিনজন শ্রমিক তাকে উদ্ধারে নামলে তারাও অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, কালো তেলের ডিপো থেকে আহত চার শ্রমিককে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আইসিটি খাতের অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রণয়নে তথ্য আহ্বান
রাঙ্গামাটিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা 
সাতক্ষীরায় নতুন কুঁড়ি’র প্রচার বিষয়ক সভা
ভোলায় বিশ্বব্যাংকের সহায়তায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দুটি মৎস্য অবতরণ কেন্দ্র
নিরাপদ সমুদ্র পর্যটনের জন্য জরুরি নির্দেশনা
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 
মানিকগঞ্জে ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার 
ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র ও মিত্রদের যৌথ সামরিক মহড়া শুরু 
গণতন্ত্র বাস্তবায়নের জন্য প্রয়োজন সুষ্ঠু নির্বাচন : মঈন খান
অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে নগদ অর্থ পুরস্কার দেয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
১০