চট্টগ্রামে ডিপোতে তেলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শ্রমিকের মৃত্যু 

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ১৮:১৯
প্রতীকী ছবি

চট্টগ্রাম, ২৩ মে, ২০২৫ (বাসস): জেলার সীতাকুণ্ডে একটি ডিপোতে পুরনো তেলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে এবং অসুস্থ হয়ে চিকিৎসাধীন আরো তিনজন।

শুক্রবার সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আল মামুন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ছলিমপুর ইউনিয়নের জলিলগেট এলাকায় অবস্থিত জামাল কোম্পানির মালিকানাধীন ডিপোতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শ্রমিকের নাম-পরিচয় জানা যায়নি। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের মধ্যে মীর আহমদ (২৮) ও মোস্তফা কামাল (৩৫) দু’জনের নাম জানা গেছে। আরেকজনের পরিচয় জানা যায়নি। বর্তমানে আহত তিনজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহও হাসপাতালটির জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, ডিপোটিতে স্ক্র্যাপ জাহাজ থেকে পরিত্যক্ত কালো তেল এনে প্রক্রিয়াজাত করা হয়। তেল রাখা হয় সিলিন্ডার আকৃতির ট্যাংকে। প্রক্রিয়াজাতের পর ট্যাংকের নিচে কিছু ময়লা জমে থাকে। ওইগুলো পরিষ্কার করতে নেমে এক শ্রমিক অচেতন হয়ে পড়েন। পরবর্তীতে আরও তিনজন শ্রমিক তাকে উদ্ধারে নামলে তারাও অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, কালো তেলের ডিপো থেকে আহত চার শ্রমিককে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিহ্নিত মাদক কারবারিসহ ২৬ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
বগুড়ায় আওয়ামী লীগ নেতা সাবেরী আলম ছোটন গ্রেফতার
ক্ষমতায় গেলে বন্ধ ২৫টি পাটকল আবারও চালু করতে কাজ করবে বিএনপি : নজরুল ইসলাম খান
ঢাকার চারপাশের ৪টি নদী দখলমুক্ত করা হচ্ছে : রিজওয়ানা হাসান
শহীদ শেখ সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন আদিলুর রহমান খান
আরব আমিরাতে সর্বোচ্চ ৫০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড
দক্ষিণ সুদানে ফেব্রুয়ারি থেকে সংঘর্ষে অন্তত ৭৫ জন নিহত : জাতিসংঘ
জাতীয় ঐক্য সমুন্নত রাখার আহ্বান ছাত্রশিবিরের
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
চট্টগ্রামের হালদা নদীতে ৪৪৭ কেজি মাছের পোনা অবমুক্ত
১০