পীর চরমোনাইর আহ্বানে ফ্যাসিবাদ বিরোধী ৫টি দলের জরুরি বৈঠক অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ২০:১০
চরমোনাইর পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আহ্বানে ফ্যাসিবাদ বিরোধী ৫টি দলের শীর্ষ নেতৃবৃন্দের জরুরি বৈঠক অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

ঢাকা, ২৩ মে, ২০১৫ (বাসস) : দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আহ্বানে ফ্যাসিবাদ বিরোধী ৫টি দলের শীর্ষ নেতৃবৃন্দের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ঢাকার পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার রাতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু, ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, এবি পার্টির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও মুখ্য সমন্বয়ক মোহাম্মদ সাদ্দাম হোসেন, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং যেকোনো মূল্যে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। কোনো কুচক্রী মহল যাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

আগামীতে দেশ গঠনে এবং দেশে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আরো ঘনিষ্ঠভাবে ঐক্যবদ্ধ কৌশল গ্রহণের বিষয়ে বৈঠকে বিষদ আলোচনা হয়।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদানে নেতৃবৃন্দ একমত পোষণ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. মোহাম্মদ শফিকুর রহমান মুঠোফোনে এ বিষয়ে একমত পোষণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় টাইফয়েড টিকাদান উপলক্ষে রাসিকে এ্যাডভোকেসি সভা
রাজধানীতে ডিবি পরিচয়ে ৩ ডাকাত গ্রেফতার, ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেল উদ্ধার
১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকা দেওয়া হবে ৪ কোটি ৯০ লাখ শিশুকে 
রাজশাহীতে মোবাইল ফাইন্যান্সিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দুর্নীতির মামলায় ছাগলকাণ্ডের মতিউর ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে
ভোলায় শিক্ষায় আধুনিকীকরণ শীর্ষক সেমিনার 
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৮৫
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে এনবিআরের সহযোগিতা চেয়েছে আত্মা-প্রজ্ঞা
কাতারে হামলার পর ইসরাইল সফরে রুবিও
তিন বছর আগের রেকর্ড ভাঙ্গলেন জাকের-শামীম
১০