চট্টগ্রামে জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ২০:৩৫
শুক্রবার চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে ‘জুলাই ঐক্য, চট্টগ্রাম’ এর ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। ছবি: বাসস

চট্টগ্রাম, ২৩ মে, ২০২৫ (বাসস) : ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জুলাই ঐক্য-চট্টগ্রাম। এতে ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধ এবং অবিচল থাকার আহ্বান জানানো হয়।

শুক্রবার (২৩ মে) দুপুরে জুমার নামাজের পর চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে ‘জুলাই ঐক্য, চট্টগ্রাম’ এর ব্যানারে মিছিল বের হয়।

বিক্ষোভ মিছিল নিয়ে শত শত জনতা আন্দরকিল্লা থেকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে যান। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধ এবং অবিচল থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘জুলাই ঐক্যকে বিনষ্ট করার উদ্দেশ্য হচ্ছে আমাদের গণমানুষের ঐতিহাসিক ঐক্যকে দুর্বল করার পরিকল্পনা। আমরা জনগণ এই ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধ এবং অবিচল আছি। বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেও আমরা পূর্ণ প্রতিবাদ জানাচ্ছি।’

বিক্ষোভে অংশ নেওয়া মো. রফিকুল ইসলাম বলেন, জুলাই ঐক্যকে বিনষ্ট করার উদ্দেশ্য হচ্ছে চলমান ষড়যন্ত্র আমাদের গণমানুষের ঐতিহাসিক ঐক্যকে দুর্বল করার পরিকল্পনা। আমরা জনগণ এই ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধ এবং অবিচলিত রয়েছে। বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেও আমরা পূর্ণ প্রতিবাদ জানাচ্ছি।

শিক্ষার্থী আসমা খাতুন বলেন, আমরা চাই জুলাই ঐক্যের মূল্যবোধগুলো রক্ষা হোক এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত হোক। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সচেতনতা ও আন্দোলন অব্যাহত থাকবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আইসিটি খাতের অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রণয়নে তথ্য আহ্বান
রাঙ্গামাটিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা 
সাতক্ষীরায় নতুন কুঁড়ি’র প্রচার বিষয়ক সভা
ভোলায় বিশ্বব্যাংকের সহায়তায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দুটি মৎস্য অবতরণ কেন্দ্র
নিরাপদ সমুদ্র পর্যটনের জন্য জরুরি নির্দেশনা
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 
মানিকগঞ্জে ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার 
ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র ও মিত্রদের যৌথ সামরিক মহড়া শুরু 
গণতন্ত্র বাস্তবায়নের জন্য প্রয়োজন সুষ্ঠু নির্বাচন : মঈন খান
অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে নগদ অর্থ পুরস্কার দেয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
১০