চট্টগ্রামে জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ২০:৩৫
শুক্রবার চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে ‘জুলাই ঐক্য, চট্টগ্রাম’ এর ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। ছবি: বাসস

চট্টগ্রাম, ২৩ মে, ২০২৫ (বাসস) : ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জুলাই ঐক্য-চট্টগ্রাম। এতে ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধ এবং অবিচল থাকার আহ্বান জানানো হয়।

শুক্রবার (২৩ মে) দুপুরে জুমার নামাজের পর চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে ‘জুলাই ঐক্য, চট্টগ্রাম’ এর ব্যানারে মিছিল বের হয়।

বিক্ষোভ মিছিল নিয়ে শত শত জনতা আন্দরকিল্লা থেকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে যান। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধ এবং অবিচল থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘জুলাই ঐক্যকে বিনষ্ট করার উদ্দেশ্য হচ্ছে আমাদের গণমানুষের ঐতিহাসিক ঐক্যকে দুর্বল করার পরিকল্পনা। আমরা জনগণ এই ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধ এবং অবিচল আছি। বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেও আমরা পূর্ণ প্রতিবাদ জানাচ্ছি।’

বিক্ষোভে অংশ নেওয়া মো. রফিকুল ইসলাম বলেন, জুলাই ঐক্যকে বিনষ্ট করার উদ্দেশ্য হচ্ছে চলমান ষড়যন্ত্র আমাদের গণমানুষের ঐতিহাসিক ঐক্যকে দুর্বল করার পরিকল্পনা। আমরা জনগণ এই ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধ এবং অবিচলিত রয়েছে। বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেও আমরা পূর্ণ প্রতিবাদ জানাচ্ছি।

শিক্ষার্থী আসমা খাতুন বলেন, আমরা চাই জুলাই ঐক্যের মূল্যবোধগুলো রক্ষা হোক এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত হোক। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সচেতনতা ও আন্দোলন অব্যাহত থাকবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গৌরীপুরে সহিংসতার দায়ে বিএনপির ৫ নেতা বহিষ্কার
সাভারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২ নেতা-কর্মী গ্রেফতার
আরও ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
চাঁদপুরের নতুন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
সালাহউদ্দিন আহমেদের কথায় অনশন ভাঙলেন আমজনতার তারেক 
দিনাজপুরে দুদকের ১৯০তম গণশুনানি সোমবার
রামপালে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
ঝিনাইদহের নতুন ডিসি আব্দুল্লাহ আল মাসউদ
২৬ ফেব্রুয়ারির পর নির্বাচন হলে জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল
১০