মিরসরাইয়ে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ২০:৪২
চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক প্রধান আসামি মো. দুলালকে ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। ছবি: বাসস

চট্টগ্রাম, ২৩ মে ২০২৫ (বাসস) : চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক প্রধান আসামি মো. দুলাল (৩০) কে ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। 

বৃহস্পতিবার (২২ মে) যাত্রাবাড়ী থানার সামাদনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুলাল ফেনীর সোনাগাজী থানার উত্তর মরগাং গ্রামের নুরুল হুদার ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৩ আগস্ট জোরারগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে দুলালের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। কিন্তু রায় ঘোষণার আগেই দুলাল আত্মগোপনে চলে যায়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন জানান, দুলাল দীর্ঘদিন যাবত  আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০