সিলেট, ২৩ মে, ২০২৫ (বাসস) : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের উদ্যোগে সিলেট বিভাগের বিভিন্ন ব্যক্তিকে ৫ কোটি ১৫ লাখ টাকা বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামীকাল শনিবার ২৪ মে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে সিলেট বিভাগের চারটি জেলার প্রবাসী পরিবারের ১৫৪ জনকে এ অর্থ প্রদান করা হবে। নগরীর পিটিআই মিলনায়তনে আয়োজিত অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সিনিয়র সচিব এম. মুশফিকুল ফজল আনসারী।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সূত্রে জানা যায়, বিভিন্ন ক্যাটাগরিতে প্রবাসী পরিবারের সদস্যদের মধ্যে এ অর্থ বিতরণ করা হবে। এর মধ্যে প্রবাসী পরিবারের ৩৬ জন মেধাবী সন্তানকে ১০ লাখ ৪২ হাজার টাকা, প্রবাসী পরিবারের ২০ জন প্রতিবন্ধী সন্তানকে ২ লাখ ৪০ হাজার টাকা, প্রবাসে মৃত কর্মীর ৬৩ টি পরিবারকে ১ কোটি ৮৯ লাখ টাকা, প্রবাসে কর্মরত অবস্থায় অস্বাভাবিকভাবে মৃত্যুবরণকারী কর্মীর ৬ টি পরিবারকে আদায়কৃত ব্লাডমানি হিসেবে ১ কোটি ২৮ লাখ টাকা, মৃত্যুজনিত বীমা দাবি পরিশোধ হিসেবে মৃত ২০ জন প্রবাসী কর্মীর পরিবারকে ১ কোটি ৬৪ লাখ টাকা, বিদেশ গমনের ৬ মাসের মধ্যে ফেরত আসা ৬ জন কর্মীকে বীমা দাবি পরিশোধ বাবদ ৩ লাখ টাকা, বকেয়া বেতন হিসেবে ৩ জন মৃত প্রবাসীর পরিবারকে ১৮ লাখ ২৯ হাজার টাকা প্রদান করা হবে।