গাজীপুরে মোঘর খাল খনন ও পুনরুদ্ধার কার্যক্রম শুরু

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ২১:১৩
ছবি: সংগৃহীত

গাজীপুর, ২৩ মে ২০২৫ (বাসস): জেলায় আজ জলাবদ্ধতার দুর্ভোগ লাঘবের লক্ষ্যে মোঘরখাল পুনরুদ্ধারের কাজ শুরু করেছে গাজীপুর সিটি করপোরেশন।

বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় প্রাচীন এ খালটির সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ, খনন ও পরিস্কার কাজ বাস্তবায়ন করা হচ্ছে।  

আজ শুক্রবার সকালে গাজীপুর নগরীর ভোগড়া বাইপাস এলাকা থেকে এই কার্যক্রম শুরু করা হয়। 
শুক্রবার দিন ব্যাপী এ কার্যক্রম চলে। 

এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী মো. রাসেলসহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং  সেনাবাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকার বিভাগীয় কমিশনার সরফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, নাগরিক সুবিধার জন্য জলাবদ্ধতা নিদর্শন ও পরিবেশ রক্ষায় আমরা এ খালটির সীমানা নির্ধারণ করে অবৈধ দখল উচ্ছেদ, খনন ও পরিষ্কারের কাজ শুরু করেছি। আশা করা যায়, কাজটি সম্পন্ন হলে এ খালের আশেপাশের মানুষের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও নানা রকম দুর্ভোগ লাঘব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আইসিটি খাতের অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রণয়নে তথ্য আহ্বান
রাঙ্গামাটিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা 
সাতক্ষীরায় নতুন কুঁড়ি’র প্রচার বিষয়ক সভা
ভোলায় বিশ্বব্যাংকের সহায়তায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দুটি মৎস্য অবতরণ কেন্দ্র
নিরাপদ সমুদ্র পর্যটনের জন্য জরুরি নির্দেশনা
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 
মানিকগঞ্জে ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার 
ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র ও মিত্রদের যৌথ সামরিক মহড়া শুরু 
গণতন্ত্র বাস্তবায়নের জন্য প্রয়োজন সুষ্ঠু নির্বাচন : মঈন খান
অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে নগদ অর্থ পুরস্কার দেয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
১০