ঢাকা, ২৩ মে, ২০২৫ (বাসস): প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, প্রফেসর ড. ইউনূস, আপনি শুধু একজন ব্যক্তি নন, আপনি বাংলাদেশের গর্বের প্রতীক। আপনি ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন। আমরা আপনার পদত্যাগ চাই না। আপনি নির্বাচন প্রক্রিয়ায় এগিয়ে যান। বিএনপি আপনার সরকারের প্রতি আস্থাশীল।
আজ শুক্রবার (২৩ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘অপরাজেয় বাংলাদেশের’ আয়োজনে ‘জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী’ শীর্ষক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।
জয়নাল আবেদীন ফারুক বলেন, স্বৈরাচারকে হটিয়ে ড. ইউনূসকে আমরাই এনে ক্ষমতায় বসিয়েছি। তিনি শুধু দেশের নয়, বিশ্বের সম্মানিত ব্যক্তি। তাকে নিয়ে আমরা গর্ব করি। তাকে অবমূল্যায়ন করা উচিত নয়। যিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি বাংলাদেশের গর্ব। আমরা তার প্রতি আস্থা ও সমর্থন অব্যাহত রাখব।
তিনি বলেন, ড. ইউনূসের নেতৃত্বে গঠিত সরকারের ভেতরে যারা ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ এ সরকার ব্যর্থ হলে দেশের মানুষকেই চরম ভোগান্তিতে পড়তে হবে। বিতাড়িত স্বৈরাচার মাথাচাড়া দিয়ে দাড়াঁবে।
তিনি বলেন, বিএনপি নির্বাচন চায় দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে। প্রধান উপদেষ্টার কথায় বুঝেছি তিনিও আন্তরিক। কিন্তু বিভিন্ন অজুহাতে কারা নির্বাচন বিলম্বিত করতে চান তাদের চিহ্নিত করা প্রয়োজন।
ফারুক বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাদের দায়িত্ব দিয়েছিলাম। ৯ মাস হয়ে গেল। এখনো রোড় ম্যাপ পেলামনা। নিবার্চনের রোডম্যাপ দেওয়া হচ্ছে না। এখনো নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়নি। আশা করি বিবেচনায় নেবেন। আমরা এই প্রশ্নগুলো অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মতো মহান ব্যক্তির কাছেই রাখলাম।