সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ২১:৪৩
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ -ছবি : বাসস

সাতক্ষীরা, ২৩ মে ২০২৫ (বাসস) : জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, গাজীপুর, তলুইগাছা, কালিয়ানী, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে শুক্রবার দিনভর এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল ঘোষপাড়া নামক সীমান্ত থেকে ভারতীয় শাড়ি, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল বোস্তামের ঘের নামক স্থান থেকে, তলুইগাছা বিওপির পৃথক দু’টি বিশেষ আভিযানিক দল শালবাগান ও কেড়াগাছি নামক স্থান হতে এবং কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল কালিয়ানী আমবাগান নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করেন।

এছাড়া কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল গেড়াখালী ও কেড়াগাছি নামক সীমান্ত হতে ভারতীয় শাড়ি ও ওষুধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী নামক সীমান্ত হতে ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের বিশেষ আভিযানিক দল রামেরডাঙ্গা নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল চান্দুড়িয়া সীমান্ত থেকে ভারতীয় শাড়ি জব্দ করেন। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৬ লাখ ৭৯ হাজার টাকা। 

বিজিবি’র সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারীরা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আইসিটি খাতের অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রণয়নে তথ্য আহ্বান
রাঙ্গামাটিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা 
সাতক্ষীরায় নতুন কুঁড়ি’র প্রচার বিষয়ক সভা
ভোলায় বিশ্বব্যাংকের সহায়তায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দুটি মৎস্য অবতরণ কেন্দ্র
নিরাপদ সমুদ্র পর্যটনের জন্য জরুরি নির্দেশনা
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 
মানিকগঞ্জে ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার 
ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র ও মিত্রদের যৌথ সামরিক মহড়া শুরু 
গণতন্ত্র বাস্তবায়নের জন্য প্রয়োজন সুষ্ঠু নির্বাচন : মঈন খান
অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে নগদ অর্থ পুরস্কার দেয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
১০