শহীদ শেখ সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন আদিলুর রহমান খান

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ২৩:০৯

ঢাকা, ২৩ মে, ২০২৫ (বাসস) : ছাত্র-জনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ হওয়া শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

তিনি আজ খুলনায় শহীদ সাকিব রায়হানের কবর জিয়ারত করেন ও তার প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক (পিপিএম), উপদেষ্টার একান্ত সচিব  ড. সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং কেডিএ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

সাকিব রায়হানের কবর জিয়ারত শেষে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, "এই মাটি আমাদের তরুণদের রক্তে ভিজে আছে। শহীদ সাকিবের আত্মত্যাগ আমাদের গণতান্ত্রিক আন্দোলনের অনুপ্রেরণা হয়ে থাকবে।" 

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার রূপনগরে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন সাকিব। 

জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি সম্মান জানাতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিহ্নিত মাদক কারবারিসহ ২৬ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
বগুড়ায় আওয়ামী লীগ নেতা সাবেরী আলম ছোটন গ্রেফতার
ক্ষমতায় গেলে বন্ধ ২৫টি পাটকল আবারও চালু করতে কাজ করবে বিএনপি : নজরুল ইসলাম খান
ঢাকার চারপাশের ৪টি নদী দখলমুক্ত করা হচ্ছে : রিজওয়ানা হাসান
শহীদ শেখ সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন আদিলুর রহমান খান
আরব আমিরাতে সর্বোচ্চ ৫০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড
দক্ষিণ সুদানে ফেব্রুয়ারি থেকে সংঘর্ষে অন্তত ৭৫ জন নিহত : জাতিসংঘ
জাতীয় ঐক্য সমুন্নত রাখার আহ্বান ছাত্রশিবিরের
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
চট্টগ্রামের হালদা নদীতে ৪৪৭ কেজি মাছের পোনা অবমুক্ত
১০