শহীদ শেখ সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন আদিলুর রহমান খান

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ২৩:০৯

ঢাকা, ২৩ মে, ২০২৫ (বাসস) : ছাত্র-জনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ হওয়া শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

তিনি আজ খুলনায় শহীদ সাকিব রায়হানের কবর জিয়ারত করেন ও তার প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক (পিপিএম), উপদেষ্টার একান্ত সচিব  ড. সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং কেডিএ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

সাকিব রায়হানের কবর জিয়ারত শেষে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, "এই মাটি আমাদের তরুণদের রক্তে ভিজে আছে। শহীদ সাকিবের আত্মত্যাগ আমাদের গণতান্ত্রিক আন্দোলনের অনুপ্রেরণা হয়ে থাকবে।" 

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার রূপনগরে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন সাকিব। 

জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি সম্মান জানাতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আইসিটি খাতের অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রণয়নে তথ্য আহ্বান
রাঙ্গামাটিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা 
সাতক্ষীরায় নতুন কুঁড়ি’র প্রচার বিষয়ক সভা
ভোলায় বিশ্বব্যাংকের সহায়তায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দুটি মৎস্য অবতরণ কেন্দ্র
নিরাপদ সমুদ্র পর্যটনের জন্য জরুরি নির্দেশনা
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 
মানিকগঞ্জে ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার 
ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র ও মিত্রদের যৌথ সামরিক মহড়া শুরু 
গণতন্ত্র বাস্তবায়নের জন্য প্রয়োজন সুষ্ঠু নির্বাচন : মঈন খান
অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে নগদ অর্থ পুরস্কার দেয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
১০