সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা পেয়েছেন ২৮ হাজার ৯৬৫ জন

বাসস
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১১:৪০ আপডেট: : ২৪ মে ২০২৫, ১১:৪৩

ঢাকা, ২৪ মে, ২০২৫(বাসস): জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীনে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে ২৮ হাজার ৯৬৫ জন আইনি সহায়তা পেয়েছেন।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
 
বিগত ২০০৯ সাল থেকে ২০২৫ সালের এপ্রিল মাস পর্যন্ত লিগ্যাল এইডের মাধমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ আইনি সেবা প্রদান শুরু হয়। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট, ঢাকা ও চট্রগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল, দেশের কারাগারগুলোতে এ সেবা চালু হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে আইনি পরামর্শ সেবা পেয়েছেন ২৫ হাজার ৭০৪ জন, আইনি সহায়তা দেয়া হয়েছে তিন হাজার ২৬১ টি মামলায়, এর মধ্যে দুই  হাজার ৮৬ টি মামলা নিষ্পত্তি হয়েছে।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন হাইকোর্ট বিভাগের  বিচারপতি কাজী জিনাত হক।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত ১৩ মার্চের এক স্মারকে বলা হয়েছে, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান পদে হাইকোর্টের বিচারপতি কাজী জিনাত হক মহোদয়কে মনোনয়ন প্রদান করেছেন। বিচারপতি কাজী জিনাত হক সুপ্রিম কোর্ট লিগ্যাল কমিটির পঞ্চম চেয়ারম্যান। জাতীয় আইনগত সহায়তা সংস্থার অধীনে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের কার্যক্রম শুরু হয়েছে ২০১৫ সালে।

দেশে আর্থিকভাবে অস্বচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচায় এ সেবা দেয়া হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় টাইফয়েড টিকাদান উপলক্ষে রাসিকে এ্যাডভোকেসি সভা
রাজধানীতে ডিবি পরিচয়ে ৩ ডাকাত গ্রেফতার, ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেল উদ্ধার
১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকা দেওয়া হবে ৪ কোটি ৯০ লাখ শিশুকে 
রাজশাহীতে মোবাইল ফাইন্যান্সিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দুর্নীতির মামলায় ছাগলকাণ্ডের মতিউর ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে
ভোলায় শিক্ষায় আধুনিকীকরণ শীর্ষক সেমিনার 
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৮৫
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে এনবিআরের সহযোগিতা চেয়েছে আত্মা-প্রজ্ঞা
কাতারে হামলার পর ইসরাইল সফরে রুবিও
তিন বছর আগের রেকর্ড ভাঙ্গলেন জাকের-শামীম
১০