আফতাবনগরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ শিশু মিথিলাও মারা গেছে

বাসস
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১১:৪৪

ঢাকা, ২৪ মে, ২০২৫ (বাসস) : রাজধানীর বাড্ডার আফতাবনগরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ শিশু মিথিলাও (৭) মারা গেছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

এর আগে আগুনে দগ্ধ চিকিৎসাধীন মিথিলার বাবা তোফাজ্জল (৩২), মা মানসুরা (২৮ ), ও তার বোন তানজিলা আক্তার (৪) মারা গেছে। এ নিয়ে দগ্ধ একই পরিবারের পাঁচ সদস্যের চারজনই মারা গেলো।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইন্সটিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, মিথিলার শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। তার শ্বাসনালীও পুড়ে যায়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে (আইসি ইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

তিনি আরও জানান, বর্তমানে মিথিলার বোন তানিশার চিকিৎসা চলছে। তার অবস্থাও সংকটাপন্ন।

উল্লেখ্য গত ১৬ মে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আফতাবনগরের দক্ষিণ আনন্দনগর আনসার ক্যাম্প সংলগ্ন একটি তিনতলা বাসার নিচতলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আগুনে স্বামী ও স্ত্রীসহ পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হন। মৃত তোফাজ্জল পেশায় একজন দিনমজুর।

বাসায় না থাকায় আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে তার বড় মেয়ে। তাদের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আইসিটি খাতের অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রণয়নে তথ্য আহ্বান
রাঙ্গামাটিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা 
সাতক্ষীরায় নতুন কুঁড়ি’র প্রচার বিষয়ক সভা
ভোলায় বিশ্বব্যাংকের সহায়তায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দুটি মৎস্য অবতরণ কেন্দ্র
নিরাপদ সমুদ্র পর্যটনের জন্য জরুরি নির্দেশনা
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 
মানিকগঞ্জে ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার 
ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র ও মিত্রদের যৌথ সামরিক মহড়া শুরু 
গণতন্ত্র বাস্তবায়নের জন্য প্রয়োজন সুষ্ঠু নির্বাচন : মঈন খান
অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে নগদ অর্থ পুরস্কার দেয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
১০