নড়াইলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

বাসস
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৪:০৩
শনিবার নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। ছবি: বাসস

নড়াইল, ২৪ মে, ২০২৫ (বাসস) : জেলায় দুই দিনব্যাপী ৪৬তম ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’ আজ শুরু হয়েছে। 

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান শনিবার বেলা ১১টার দিকে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এবং মেলার স্টলগুলো পরিদর্শন করেন।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে জেলায় বিজ্ঞান মেলা, বিজ্ঞান বিষয়ক কুইজ এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে বেলা ১২টার দিকে বিদ্যালয় মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস, নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

দুই দিনের এ মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মোট ১৮টি স্টল বসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০