খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে: প্রাথমিক ও গণশিক্ষা সচিব

বাসস
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৬:১২
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা আজ ঢাকার মোহাম্মদপুরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা দেন। ছবি: পিআইডি

ঢাকা, ২৪ মে, ২০২৫ (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা বলেছেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।

‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা, ২০২৫’-এর ক্রীড়া ইভেন্ট উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় আজ তিনি একথা বলেন। 

আজ ঢাকার মোহাম্মদপুরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে এই প্রতিযোগিতা শুরু হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা প্রধান অতিথি হিসেবে এ ইভেন্ট উদ্বোধন করেন। প্রধান অতিথি বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

তৃণমূল পর্যায় থেকে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিজয়ী আটটি বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আজ ক্রীড়া প্রতিযোগিতায় বালক-বালিকা দু’টি গ্রুপে ১০০ মিটার দৌড়, ভারসাম্য দৌড়, অংক দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ ও ক্রিকেট বল নিক্ষেপ ইভেন্ট অনুষ্ঠিত হয়।

পহেলা জুন ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সাংস্কৃতিক, কাবিং ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা, ২০২৫’-এ ১০০ মিটার দৌড় ইভেন্টে বিজয়ী বালক-বালিকাদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক আবু নূর মো. শামসুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোছা. নূরজাহান খাতুন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান ও পরিচালক (পলিসি ও অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

সচিব বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে। তৃণমূল থেকে বিজয়ীরা অনন্য সাহসিকতা ও দক্ষতা প্রদর্শন করে জাতীয় পর্যায়ে এসেছে। প্রাথমিক অঙ্গনের শিক্ষার্থীরা তাদের এই সফলতায় অনুপ্রাণিত হবে এবং জাতীয় পর্যায়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করবে ও অবদান রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০