যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত ১০ 

বাসস
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৬:৪২

যশোর, ২৪ মে, ২০২৫ (বাসস) : জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত ও দশজন আহত হয়েছেন।

আজ শনিবার ভোর ৬টায় ও দুপুর ১২টায় দুর্ঘটনা দু’টি ঘটে। 

ভোর ৬টায় সদর উপজেলার ছাতিয়ানতলায় যশোর-ঝিনাইদহ মহাসড়কে দু’টি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে ফজলুল হক নামে পুলিশের এক কনস্টেবল ও রিয়াল হাসান নামের এক ব্যক্তি নিহত হন।

নিহত ফজলুল হক ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রয়ড়া গ্রামের বাসিন্দা। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের আটরা ফাঁড়িতে কর্মরত ছিলেন। নিহত রিয়াল হাসান ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের ইমান উদ্দিনের ছেলে। এ দুর্ঘটনায় মামুন হোসেন নামের এক ব্যক্তি আহত হয়েছে। সে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

এদিকে দুপুরে১২টায় সদর উপজেলার ফতেপুর ইউনিয়নে বিজলী পেট্রোল পাম্পের সামনে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ৯জন আহত হন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, পুলিশ কনস্টেবল ফজলুল হক মোটরসাইকেলে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। ছাতিয়ানতলা এলাকায় যশোরমুখী মামুন হোসেনের মোটরসাইকেলে সঙ্গে ফজলুল হকের মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে আহত তিনজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ফজলুল হককে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় রিয়ালও মারা যান। আহত মামুনের অবস্থাও গুরুতর।  

অন্যদিকে সদর উপজেলার ফতেপুরে যশোর-নড়াইল মহাসড়রেক বিজলী পেট্রোল পাম্পের সামনে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ৯ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন বলে ওসি জানান। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গৌরীপুরে সহিংসতার দায়ে বিএনপির ৫ নেতা বহিষ্কার
সাভারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২ নেতা-কর্মী গ্রেফতার
আরও ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
চাঁদপুরের নতুন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
সালাহউদ্দিন আহমেদের কথায় অনশন ভাঙলেন আমজনতার তারেক 
দিনাজপুরে দুদকের ১৯০তম গণশুনানি সোমবার
রামপালে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
ঝিনাইদহের নতুন ডিসি আব্দুল্লাহ আল মাসউদ
২৬ ফেব্রুয়ারির পর নির্বাচন হলে জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল
১০