যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত ১০ 

বাসস
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৬:৪২

যশোর, ২৪ মে, ২০২৫ (বাসস) : জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত ও দশজন আহত হয়েছেন।

আজ শনিবার ভোর ৬টায় ও দুপুর ১২টায় দুর্ঘটনা দু’টি ঘটে। 

ভোর ৬টায় সদর উপজেলার ছাতিয়ানতলায় যশোর-ঝিনাইদহ মহাসড়কে দু’টি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে ফজলুল হক নামে পুলিশের এক কনস্টেবল ও রিয়াল হাসান নামের এক ব্যক্তি নিহত হন।

নিহত ফজলুল হক ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রয়ড়া গ্রামের বাসিন্দা। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের আটরা ফাঁড়িতে কর্মরত ছিলেন। নিহত রিয়াল হাসান ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের ইমান উদ্দিনের ছেলে। এ দুর্ঘটনায় মামুন হোসেন নামের এক ব্যক্তি আহত হয়েছে। সে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

এদিকে দুপুরে১২টায় সদর উপজেলার ফতেপুর ইউনিয়নে বিজলী পেট্রোল পাম্পের সামনে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ৯জন আহত হন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, পুলিশ কনস্টেবল ফজলুল হক মোটরসাইকেলে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। ছাতিয়ানতলা এলাকায় যশোরমুখী মামুন হোসেনের মোটরসাইকেলে সঙ্গে ফজলুল হকের মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে আহত তিনজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ফজলুল হককে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় রিয়ালও মারা যান। আহত মামুনের অবস্থাও গুরুতর।  

অন্যদিকে সদর উপজেলার ফতেপুরে যশোর-নড়াইল মহাসড়রেক বিজলী পেট্রোল পাম্পের সামনে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ৯ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন বলে ওসি জানান। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৯১
লন্ডন থেকে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া
ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশকে সঠিকভাবে পুনর্গঠন করতে হবে : গোলাম পরওয়ার
রমনা বিভাগের ডিসি মাসুদকে নিয়ে এআই প্রযুক্তির বিভ্রান্তিকর ছবি, ডিএমপির প্রতিবাদ
সচিব হলেন মঈন উদ্দিন আহমেদ
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা
নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ে আগামী মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে ইসি
জাপানের স্বেচ্ছাসেবক নার্স পাচ্ছেন ‘ফরেন মিনিস্টারস কমেনডেশন’
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে বেগম খালেদা জিয়ার
১০