মানিকগঞ্জে ঈদ উপলক্ষ্যে ৮৫৮ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ

বাসস
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৬:৫০
ফাইল ছবি

মানিকগঞ্জ, ২৪ মে, ২০২৫ (বাসস) : আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মানিকগঞ্জ জেলার ৮৫ হাজার ৮৭০টি দরিদ্র পরিবারকে সরকারের বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি ভিজিএফ-এর আওতায় ৮৫৮ দশমিক ৭ মেট্রিক টন চাল বিনামূল্যে বিতরণ করা হবে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস জানায়, এ কর্মসূচির আওতায় রয়েছে জেলার সাতটি উপজেলা ও দুইটি পৌরসভা। এতে প্রতিটি পরিবার ১০ কেজি করে চাল পাবে।

কর্মসূচিটির আওতায় যে সব এলাকার দরিদ্র পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হবে, সেগুলো হলো- মানিকগঞ্জ সদরের ১৪ হাজার ৬২৮টি, সিংগাইর উপজেলার ১৬ হাজার ২৮৫টি, দৌলতপুর উপজেলার ১৪ হাজার ৫৮২টি, সাটুরিয়া উপজেলার ৮ হাজার ২৮৬টি, শিবালয় উপজেলার ৯ হাজার ৯৫৬টি, হরিরামপুর উপজেলার ৭ হাজার ৪৬৮টি ও ঘিওর উপজেলার ৬ হাজার ৯৬৩টি পরিবার। এছাড়াও রয়েছে, মানিকগঞ্জ পৌরসভার ৪ হাজার ৬২১টি ও সিংগাইর পৌরসভার ৩ হাজার ৮১টি দরিদ্র পরিবার।

এছাড়াও, মানিকগঞ্জ পৌরসভার ৪ হাজার ৬২১টি পরিবার ও সিংগাইর পৌরসভার ৩ হাজার ৮১টি পরিবারও এই কর্মসূচির আওতায় রয়েছে।

ওয়ার্ডভিত্তিক তালিকা ও সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের অনুমোদনের ভিত্তিতে চাল বিতরণ করা হবে। এই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি পয়েন্টে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হবে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, ঈদের আগে সকল ভিজিএফ কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ সম্পন্ন করতে সকল প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘ঈদে যাতে দরিদ্র পরিবারগুলো স্বস্তিতে উৎসব পালন করতে পারে, সে লক্ষ্যেই এই সহায়তা দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৯১
লন্ডন থেকে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া
ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশকে সঠিকভাবে পুনর্গঠন করতে হবে : গোলাম পরওয়ার
রমনা বিভাগের ডিসি মাসুদকে নিয়ে এআই প্রযুক্তির বিভ্রান্তিকর ছবি, ডিএমপির প্রতিবাদ
সচিব হলেন মঈন উদ্দিন আহমেদ
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা
নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ে আগামী মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে ইসি
জাপানের স্বেচ্ছাসেবক নার্স পাচ্ছেন ‘ফরেন মিনিস্টারস কমেনডেশন’
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে বেগম খালেদা জিয়ার
১০