কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাসস
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৭:৪৮

কক্সবাজার, ২৪ মে ২০২৫ (বাসস): জেলার চকরিয়া উপজেলায় আজ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোহাম্মদ শাহজাহান (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 
আজ শনিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার চকরিয়া সরকারি কলেজ মোড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী মোহাম্মদ শাহজাহান কুমিল্লার কোতোয়ালি থানা এলাকার শামসুজ্জামান ভূঁইয়ার ছেলে। তিনি চকরিয়া এলাকায় একটি ওষুধ বিপণন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাভার্ড ভ্যানটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে চকরিয়া সরকারি কলেজ মোড় এলাকায় সড়কের পাশে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় কাভার্ড ভ্যানটি। এ সময় মোটরসাইকেল আরোহী শাহজাহান সড়কে ছিঁটকে পড়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় মোহাম্মদ শাহজাহানকে উদ্ধার করে স্থানীয়রা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিরিংগা হাইওয়ে থানার পরিদর্শক আরিফুল আমিন বলেন, ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত শাহজাহানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক শামিম 
লালমনিরহাটে খড়ের দামে কৃষকরা খুশি, খামারিরা বিপাকে
গাজায় আবারও ত্রাণ পাঠাতে প্রস্তুত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন
নওগাঁয় গাছ থেকে পড়ে প্রাণ গেল এক ব্যক্তির
রংপুরে অসময়ে মুগ্ধতা ছড়াচ্ছে কনকচাঁপা, কদম আর কৃষ্ণচূড়া
বান্দরবানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই 
যশোরে স্বর্ণের বারসহ একজন আটক
চলনবিলে পানি কমায় সরিষা চাষের প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা
বন্যপ্রাণী রক্ষায় প্রতিটি জেলায় স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলা হবে: পরিবেশ ও বন উপদেষ্টা
১০