কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাসস
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৭:৪৮

কক্সবাজার, ২৪ মে ২০২৫ (বাসস): জেলার চকরিয়া উপজেলায় আজ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোহাম্মদ শাহজাহান (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 
আজ শনিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার চকরিয়া সরকারি কলেজ মোড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী মোহাম্মদ শাহজাহান কুমিল্লার কোতোয়ালি থানা এলাকার শামসুজ্জামান ভূঁইয়ার ছেলে। তিনি চকরিয়া এলাকায় একটি ওষুধ বিপণন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাভার্ড ভ্যানটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে চকরিয়া সরকারি কলেজ মোড় এলাকায় সড়কের পাশে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় কাভার্ড ভ্যানটি। এ সময় মোটরসাইকেল আরোহী শাহজাহান সড়কে ছিঁটকে পড়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় মোহাম্মদ শাহজাহানকে উদ্ধার করে স্থানীয়রা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিরিংগা হাইওয়ে থানার পরিদর্শক আরিফুল আমিন বলেন, ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত শাহজাহানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৯১
লন্ডন থেকে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া
ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশকে সঠিকভাবে পুনর্গঠন করতে হবে : গোলাম পরওয়ার
রমনা বিভাগের ডিসি মাসুদকে নিয়ে এআই প্রযুক্তির বিভ্রান্তিকর ছবি, ডিএমপির প্রতিবাদ
সচিব হলেন মঈন উদ্দিন আহমেদ
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা
নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ে আগামী মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে ইসি
জাপানের স্বেচ্ছাসেবক নার্স পাচ্ছেন ‘ফরেন মিনিস্টারস কমেনডেশন’
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে বেগম খালেদা জিয়ার
১০