ডিনস অ্যাওয়ার্ড পেয়েছে ৩৫ জন আইইউ শিক্ষার্থী 

বাসস
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৮:১২ আপডেট: : ২৪ মে ২০২৫, ১৮:৪০
আইইউ এর আটটি অনুষদের মোট ৩৫ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ছবি: বাসস

ইসলামিক বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), ২৪ মে, ২০২৫ (বাসস): কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (আইইউ) এর আটটি অনুষদের মোট ৩৫ জন শিক্ষার্থীকে তাদের অসাধারণ শিক্ষাগত কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ আজ মর্যাদাপূর্ণ ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

আনন্দঘন পরিবেশের মধ্যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রত্যেক পুরষ্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে একটি করে পদক, সনদপত্র ও আর্থিক সম্মানী দেওয়া হয়।

অনুষ্ঠানে আইইউ উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. এম ইয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

এতে সভাপতিত্ব করেন ধর্মতত্ত্ব ও ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এবিএম সিদ্দিকুর রহমান আশরাফি।

এ সময় অন্যান্যের মধ্যে আইইউ প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়েদুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারপারসন, হলের প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া, পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের পরিবারের গর্বিত সদস্যগণও এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে আনন্দ প্রকাশ করে পুরস্কারপ্রাপ্ত সুরমা পারভীন ঈশিতা বলেন, ‘আজকের এই স্বীকৃতি আমাদের সকল প্রচেষ্টাকে সার্থক করে তুলেছে। বাবা-মায়ের সামনে এই সম্মাননা গ্রহণ করা আমার জন্য একটি অত্যন্ত গর্বের মুহূর্ত। আমি আমার শিক্ষকদের সমর্থন ও নির্দেশনার জন্য তাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। ভবিষ্যতে বিশ্ব মঞ্চে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করার আশা রাখি।’

পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ভিসি নসরুল্লাহ বলেন, ‘এই পুরস্কার তোমাদের জীবনবৃত্তান্তে একটি উল্লেখযোগ্য তারকা যোগ করবে। তোমরা যোগ্যতার মাধ্যমে এটা অর্জন করেছ এবং তোমাদের ভবিষ্যৎ কর্মজীবনে সেই শ্রেষ্ঠত্ব প্রতিফলিত হবে। তোমরা আরও উজ্জ্বলতার জন্য প্রচেষ্টা চালিয়ে যাও এবং জাতীয় ও আন্তর্জাতিক উভয় স্তরে বিশ্ববিদ্যালয়কে গর্বিত করো।’

তিনি শিক্ষার্থীদের মেধার ন্যায্য ও সুচিন্তিত মূল্যায়নের পাশাপাশি মানসম্মত শিক্ষা প্রদান নিশ্চিত করার জন্য অনুষদ সদস্যদের প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০