ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘প্রথম সত্যেন বোস জাতীয় বিজ্ঞান উৎসব’ শুরু

বাসস
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৮:৪৫
ছবি : ঢাবি জনসংযোগ দপ্তর

ঢাকা, ২৪ মে, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে আজ দুই দিনব্যাপী প্রথম সত্যেন বোস জাতীয় বিজ্ঞান উৎসব শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এই উৎসবের উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

‘ব্র্যাক-বিজ্ঞান আড্ডা ১ম এস.এন বোস ন্যাশনাল সায়েন্স ফাস্টিভাল-২০২৫’ শীর্ষক এই উৎসবের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন বিজ্ঞান আড্ডা।

ঢাকা ইউনিভার্সিটি সায়েন্স সোসাইটি, ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি, ঢাকা ইউনিভার্সিটি চেজ ক্লাব ও ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি এই উৎসব আয়োজনে সহায়তা করছে।

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, অ্যাগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিটি) উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ এবং জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এছাড়া, বিজ্ঞান আড্ডা’র সহ-প্রতিষ্ঠাতা ও অন্যতম সংগঠক উমামা ফাতেমা বক্তৃতা করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনের উপর গুরুত্ব আরোপ করে বলেন, বিজ্ঞানের এই যুগে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ সাধনের উপর আমাদের জোর দিতে হবে। তথ্যপ্রযুক্তিসহ বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিশ্বজুড়ে যে-সব গবেষণা হচ্ছে সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে আমাদের তরুণরা রাষ্ট্র ও সমাজকে নিয়ে নতুনভাবে চিন্তা করছে। এর বহিঃপ্রকাশ হিসেবে তারুণ্য নির্ভর এই বিজ্ঞান উৎসব আয়োজন করা হয়েছে।

শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, উৎসাহ প্রদান এবং বিজ্ঞান শিক্ষায় আগ্রহ সৃষ্টিতে এই উৎসব কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সায়েন্স অলিম্পিয়াড, আইটি হ্যাকাথন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, পোস্টার প্রেজেন্টেশন, ইনোভেশন প্রদর্শনী, সাধারণ বিজ্ঞান কুইজ, ওপেন রেটেড দাবা প্রতিযোগিতা এবং রুবিক্স কিউব প্রতিযোগিতা নিয়ে সাজানো হয়েছে এই উৎসব।

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আলাদা আলাদা ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।

উৎসবের বিভিন্ন পর্বে ক্রিপ্টোকারেনসি, জিও পলিটিক্যাল এলাইন্স ও সায়েন্স ভিত্তিক টকশোর আয়োজন করা হয়।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসসহ বিজ্ঞানভিত্তিক বিভিন্ন সংগঠন ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা কর্ম ও উদ্ভাবন নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০