ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু 

বাসস
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৯:২৫

ঝিনাইদহ, ২৪ মে ২০২৫ (বাসস): জেলার মহেশপুর উপজেলায় আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রজব আলী (৫০) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর উপজেলার পাতিলা গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত রজব আলী  মহেশপুর উপজেলার পাতিলা গ্রামের মৃত সুলতান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে রজব আলী তার প্রতিবেশী সফিকুল ইসলামের বাড়িতে মাটিকাটার কাজ করছিলেন। বেলা ১১টার দিকে তিনি কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য নিজের ঘরে যান। এসময় বৈদ্যুতিক টেবিল ফ্যানের পাশে বসে থাকাবস্থায় অসাবধানতাবশত ফ্যানে হাত দিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে গুরুতর অবস্থায় রজব আলীকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. মাহমুদ বিন হেদায়েত জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই বিদ্যুৎস্পৃষ্ট রজব আলীর মৃত্যু হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে রজব আলীর মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হওয়া উচিত : সেলিম উদ্দিন
অপ্রতুল বিনিয়োগে স্বাস্থ্যসেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি : ডা. রফিক
লেবানন হিজবুল্লাহকে নিরস্ত্র করলে ‘ধাপে ধাপে’ সেনা প্রত্যাহারের প্রস্তাব নেতানিয়াহুর
এক টাকা অনুদান না পেলেও লিগ্যাল এইডের কাজ চালিয়ে যাব : আইন উপদেষ্টা
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সম্মেলন শুরু কাল
রোহিঙ্গারা অধিকার নিয়ে মিয়ানমারে ফিরতে প্রস্তুত: খলিলুর রহমান
অতিরিক্ত যুগ্ম ও সিনিয়র সহকারী জজ পদমর্যাদার ১৮৯ বিচারককে বদলি
সাত জেলায় নতুন পুলিশ সুপার
১০