বরগুনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে জেল হাজতে প্রেরণ 

বাসস
প্রকাশ: ২৪ মে ২০২৫, ২০:১১
বরগুনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সালাউদ্দিন গাজীকে গ্রেপ্তার। ছবি: বাসস

বরগুনা, ২৪ মে ২০২৫ (বাসস) : জেলার আলোচিত অনিক হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি মো. সালাউদ্দিন গাজীকে গ্রেপ্তারের পর আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আজ শনিবার বেলা ১২ টার দিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সালাউদ্দিন গাজীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান। 

এর আগে, শুক্রবার দিবাগত রাতে বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট এলাকা থেকে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি সালাউদ্দিন গাজীকে গ্রেপ্তার করা হয়। সালাউদ্দিন গাজী বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের কাঠালতলী গ্রামের ছত্তার গাজীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বরগুনা পৌরসভার শহীদ স্মৃতি সড়কের সুবল চন্দ্র রায়ের ছেলে অনিককে (১৮) কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক খাইয়ে, ডিশ লাইনের তার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়। ১৮ দিন পরে সাব-রেজিস্ট্রার অফিসের পুরাতন ভবনের পাশের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মৃত অনিকের বাবা সুবল চন্দ্র রায় প্রধান অভিযুক্ত মো. সালাউদ্দিন গাজীসহ ৬জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৯ সালের ৭ আগস্ট বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ মামলার রায় প্রদান করেন। রায়ে সালাউদ্দিন গাজীকে মৃত্যুদন্ড দেওয়া হয়। একই সাথে দুই আসামিকে যাবজ্জীবন কারাদন্ড ও তিনজনকে খালাস দেওয়া হয়। রায়ের আগে থেকেই মামলার প্রধান (১ নম্বর) আসামি মো. সালাউদ্দিন গাজী পলাতক ছিলেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, হত্যাকান্ডের পর থেকে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি মো. সালাউদ্দিন গাজী পলাতক ছিলেন। শুক্রবার দিবাগত রাতে বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট এলাকা থেকে গ্রেপ্তারের পর শনিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদে সাক্ষরে আগ্রহী ইসলামী আন্দোলন বাংলাদেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের মৃত্যুতে জামায়াত আমীর ও রুয়া নেতৃবৃন্দের শোক
পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে ভারত
কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র বিতরণ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন ৭টি বাস চালু
সিঙ্গাপুরের জাতীয় দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ
পটুয়াখালীতে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক
গণঅভ্যুত্থান পরবর্তী জনগণ শাসন ব্যবস্থার পরিবর্তন চায় : গোলাম পরওয়ার
নাইজেরিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় ১৯ নারী ও শিশু নিহত
আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত: সালাহউদ্দিন আহমেদ 
১০