জাতীয় বিশ্ববিদ্যালয় ও এটুআই-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাসস
প্রকাশ: ২৪ মে ২০২৫, ২০:৫১
ছবি: জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর

ঢাকা, ২৪ মে, ২০২৫ (বাসস): তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দক্ষতা উন্নয়নে রাজধানীর আইসিটি ভবনের সভাকক্ষে আজ জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আইসিটি বিভাগের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. এস এম আমানুল্লাহ এবং এটুআই-এর পক্ষে যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. রশিদুল মান্নাফ কবীর সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

 শিক্ষার্থীদের আইসিটি জ্ঞান এবং এর প্রয়োগে পারদর্শী করে তোলার ওপর জোর দিয়ে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি চাহিদা ভিত্তিক কারিকুলাম তৈরি করতে হবে যা তাদের তথ্যপ্রযুক্তি সম্পর্কিত চাহিদা পূরণ করতে পারে।

 তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের নতুন কারিকুলাম জীবনমুখী এবং উদ্যোক্তা তৈরিতে সহায়ক হওয়া উচিত।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী একটি নতুন বাংলাদেশ গড়ার বৃহত্তর সংস্কার প্রচেষ্টার অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়কে সব ধরনের আইসিটি সম্পর্কিত সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে অন্যান্যের আরও মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান এবং প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এটুআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০