চাঁদপুরের কচুয়ার আওয়ামী লীগ নেতা শামীম ঢাকায় গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৫ মে ২০২৫, ০০:২২
কাজী এনামুল হক শামীম। ফাইল ছবি

চাঁদপুর, ২৪ মে, ২০২৫ (বাসস) : আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য ও আশরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক কাজী এনামুল হক শামীমকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ শনিবার বিকেলে রাজধানীর ওয়ারী এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে। 

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০২২ সালের ২৫ এপ্রিল কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। বিকেল সাড়ে ৫টার দিকে ওই অনুষ্ঠানে যাওয়ার পথে বদরপুর এলাকায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও তার স্ত্রী কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী ইফতার স্থলে পৌঁছলে আওয়ামী লীগের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী তাদের গাড়ি ও অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুর করে এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় পিস্তল, রিভলবার ও শর্টগান নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় এবং ২৭ জনকে জখম করে।

এই ঘটনায় ভুক্তভোগী উপজেলার গোবিন্দপুর গ্রামের জিনাত আলীর ছেলে মতিউর রহমান বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, সাবেক এমপি ড. সেলিম মাহমুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম এবং সাবেক মেয়র নাজমুল আলম স্বপন, কাজী এনামুল হক শামীমসহ ৮৯ জনকে এজাহারভুক্ত আসামি হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আরও ৫শ’ জনকে বিবাদী করা হয় মামলায়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, কচুয়া থানার আবেদনের প্রেক্ষিতে কাজী এনামুল হক শামীমকে ঢাকার ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে চাঁদপুর সদর ও কচুয়ায় একাধিক মামলা রয়েছে। ঢাকা থেকে তাকে চাঁদপুরে আনা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০