অর্থের কাছে ভোট বিক্রি হলে দেশের ভবিষ্যৎ খারাপ হবে : আবুল খায়ের ভূইঁয়া

বাসস
প্রকাশ: ২৫ মে ২০২৫, ০০:৪৭
ছবি : বাসস

লক্ষ্মীপুর, ২৪ মে, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি আবুল খায়ের ভূইঁয়া বলেছেন, যদি সামান্য অর্থের কাছে ভোট বিক্রি করে দেন, তাহলে দেশের এবং দলের ভবিষ্যৎ খারাপ হবে। 

আজ শনিবার বিকেলে সদর উপজেলার চররুহিতার রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তৃণমূল বিএনপির প্রতিনিধি নির্বাচন পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

আবুল খায়ের ভূইঁয়া বলেন, বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা ছিলেন, জেল খেটেছেন, সুপারি বাগানে, নৌকায় ও খড়ের পালায় ঘুমিয়ে যারা দিন কাটিয়েছেন আপনারা তাদের ভোট দিবেন। যারা কোন আন্দোলন সংগ্রামে ছিল না, সুবিধাভোগী, মাঠে ময়দানে কোথাও যাদের দেখিনি তাদেরকে আপনারা ভোট দিবেন না। 

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ের সাথে আপস করেননি। তাই তিনি বিনা কারণে, বিনা অপরাধে জেল খেটেছেন, অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তবুও কারো কাছে মাথা নত করেনি। তিনি স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন। লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। কিন্তু দেশ ছেড়ে যায়নি। 

আবুল খায়ের ভূইঁয়া বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলিয়ে দিয়ে ফ্যাসিস্ট হাসিনা এই দেশে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখে। এরপর ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায়। কিন্তু হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনও এই দেশে রয়েছে। তাদের বিচার করতে হবে।

এ সময় আরও  উপস্থিত ছিলেন, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহ্বায়ক আবদুল করিম ভূইঁয়া মিজান, বিএনপি নেতা অধ্যাপক নুরুল আলম বুলবুল, জেলা কৃষকদলের সভাপতি মাহাবুবুল আলম মামুন, থানা বিএনপির যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন,চররুহিতা ইউনিয়ন বিএনপির সভাপতি নুর হোসেন চৌধুরী আরজু  ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম স্বপন,ইউনিয়ন যুবদলের সভাপতি ফিরোজ আলম চৌধুরী সোহাগ ও সাধারণ সম্পাদক সফি মাহমুদ মিজু ও যুবদল নেতা কামালুর রহিম মানিক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০