খাগড়াছড়িতে বোরোর ফলনে খুশি কৃষক

বাসস
প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৩:০৮
ছবি : বাসস

খাগড়াছড়ি, ২৫ মে ২০২৫ (বাসস): অনুকূল আবহাওয়া থাকায় চলতি মৌসুমে জেলায় বোরো ধানের ব্যাপক ফলন হয়েছে। এতে খুশি কৃষকরা। নিজেদের শ্রমে ঘামে ফলানো ফসল কাটতে ব্যস্ত সময় পার করছেন তারা। প্রখর রোদ আর তীব্র গরম উপেক্ষা করে কিষাণ-কিষাণীরা ধান ঘরে তুলতে দিনরাত খেটে যাচ্ছেন। 

গত বন্যার ক্ষতি পুষিয়ে নিতে এ বছর সরকারিভাবে প্রান্তিক কৃষকদের বীজ, সারসহ প্রণোদনা দেয়া হয়। এতে কৃষকরা এ বছর বোরো আবাদে আরো মনোযোগী হন। এ ছাড়াও তাদের দেয়া হয় প্রদর্শনী প্লট।

স্থানীয় জাতের পাশাপাশি উবসী জাতের ধান আবাদ করেছেন খাগড়াছড়ির কৃষকরা। ভালো ফলন পেতে নিয়মিত পরিচর্যা, সার ওষুধ প্রয়োগে মাঠে তৎপর ছিলেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। তারা চাষিদের মাঠ পর্যবেক্ষণ ও  নিয়মিত পরামর্শ দিয়েছেন ।

খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, চলতি বোরো মৌসুমে স্থানীয় ও উবসী জাত মিলিয়ে জেলায় ১২ হাজার ৪৮৮ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল । কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ২১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৩ হাজার ২২৫ মেট্রিক টন চাল। ইতোমধ্যে ৭ হাজার ৬১৯ হেক্টর জমির বোরো ধান কাটা হয়েছে।

কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ বাছিরুল আলম জানান, চলতি মৌসুমে খাগড়াছড়ি  জেলায় বোরোর বাম্পার ফলন হয়েছে। সরকার কৃষকদের  উৎপাদিত  ধানের ন্যায্যমূল্য নিশ্চিত  করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদে সাক্ষরে আগ্রহী ইসলামী আন্দোলন বাংলাদেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের মৃত্যুতে জামায়াত আমীর ও রুয়া নেতৃবৃন্দের শোক
পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে ভারত
কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র বিতরণ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন ৭টি বাস চালু
সিঙ্গাপুরের জাতীয় দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ
পটুয়াখালীতে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক
গণঅভ্যুত্থান পরবর্তী জনগণ শাসন ব্যবস্থার পরিবর্তন চায় : গোলাম পরওয়ার
নাইজেরিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় ১৯ নারী ও শিশু নিহত
আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত: সালাহউদ্দিন আহমেদ 
১০