প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধে সচেতনতা ও আগাম শনাক্তকরণ জরুরি

বাসস
প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৬:২১
ছবি : বাসস

সিরাজগঞ্জ, ২৫ মে, ২০২৫ (বাসস) : প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধ ও মোকাবিলায় সচেতনতা সৃষ্টি ও আগাম শনাক্তকরণ বিষয়ক আলোচনা সভায় দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে এ বিষয়ে বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

তারা আরো বলেন, সময়মতো চিকিৎসা ও পুনর্বাসনের জন্য রোগী শনাক্ত করা জরুরি। সরকার ও বেসরকারি সংস্থাগুলো এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে।

সম্প্রতি, আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস, ২০২৫ উপলক্ষে শনিবার সিরাজগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন বক্তারা।

স্বাস্থ্য ও উন্নয়ন সংস্থা ল্যাম্ব-এর ‘এফআরআরইআই’ প্রকল্পের অংশ হিসেবে ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। এতে নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসহ মৌলিক স্বাস্থ্য অধিকারকে গুরুত্ব দেওয়া হয়।

সভায় সিভিল সার্জন ডা. নুরুল আমিন, মেডিকেল অফিসার ডা. রিয়াজুল ইসলাম, ইউএনএফপিএ’র ফিল্ড অফিসার ডা. কানিজ ফাতেমা ও ল্যাম্ব-এর জেলা ফ্যাসিলিটেটর রুহুল আমিন মৃধা বক্তব্য রাখেন।

প্রসবের রাস্তার সঙ্গে মূত্রনালি বা মলদ্বার অথবা উভয়ের মধ্যে একটি অস্বাভাবিক সংযোগ স্থাপিত হওয়াকে ফিস্টুলা বলে। এর ফলে প্রসবের রাস্তা দিয়ে অনবরত নিয়ন্ত্রণহীন প্রস্রাব, পায়খানা অথবা উভয়ই ঝরতে থাকে। 

সঠিক সময়ে চিকিৎসা করা না গেলে, এই অবস্থা স্থায়ী হতে পারে। ফলে আক্রান্ত ব্যক্তি শারীরিক, সামাজিক ও অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হতে পারেন।

প্রসবকালীন চিকিৎসাকেন্দ্রে না গিয়ে, বাড়িতে বা অন্য কোথাও যখন সন্তান প্রসব করা হয়, তখন ফিস্টুলার আশঙ্কা বেশি থাকে।

ডা. নুরুল আমিন বলেন, ‘প্রসবজনিত ফিস্টুলা মূলত দীর্ঘ সময় প্রসব যন্ত্রণা চলার পর, উন্নত চিকিৎসা না পাওয়ার ফলে ঘটে। সঠিক চিকিৎসার মাধ্যমে ফিস্টুলা প্রতিরোধ সম্ভব।’

সভায় ধারণাপত্র উপস্থাপন করেন ডা. কানিজ ফাতেমা। তিনি ফিস্টুলার কারণ, প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থা তুলে ধরেন।

ফিস্টুলা রোগীদের সনাক্ত এবং তাদেরকে চিকিৎসা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় আনতে, সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালনের জন্য অনুরোধ করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গৌরীপুরে সহিংসতার দায়ে বিএনপির ৫ নেতা বহিষ্কার
সাভারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২ নেতা-কর্মী গ্রেফতার
আরও ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
চাঁদপুরের নতুন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
সালাহউদ্দিন আহমেদের কথায় অনশন ভাঙলেন আমজনতার তারেক 
দিনাজপুরে দুদকের ১৯০তম গণশুনানি সোমবার
রামপালে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
ঝিনাইদহের নতুন ডিসি আব্দুল্লাহ আল মাসউদ
২৬ ফেব্রুয়ারির পর নির্বাচন হলে জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল
১০