নীলফামারীতে তিন দিনব্যাপী ভূমি মেলা 

বাসস
প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৬:৫৮
ছবি : বাসস

নীলফামারী, ২৫ মে ২০২৫ (বাসস) : ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ শুরু তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। 

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মেলা উদ্বোধন করেন নীলফাামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 

মেলা উদ্বোধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মলি আক্তার, জজ আদালতের সরকারী কৌশলি (জিপি) আবু মোহাম্মদ সোয়েম, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, নিজের জমি সুরক্ষিত রাখতে কাগজপত্র ঠিক রাখতে হবে। প্রতিবছর খাজনা দিতে হবে। খারিজ আছে কিনা সেটি দেখতে হবে। নানা জটিলতা থাকায় মামলা মোকদ্দমার উদ্ভব হয়। ভূমি সেবা সংক্রান্ত সকল তথ্য এখন অনলাইনে পাওয়া যায় এবং কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে। এজন্য অন্যকে দিয়ে নয়, নিজেই নিজের জমির কাজ সম্পাদন করতে হবে।

এরআগে ভূমি মেলা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম জানান, মেলায় একটি বুথ খোলা হয়েছে। এখানে তাৎক্ষনিক ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া ইউনিয়ন পর্যায়েও বিশেষ সেবা দেয়া হচ্ছে। 

বাসস-এর জেলা সংবাদদাতারা জানান, নড়াইল, দিনাজপুর, চুয়াডাঙ্গা, নরসিংদী, শরীয়তপুর, ঝালকাঠি, বগুড়া, কুষ্টিয়া, শেরপুর, কুমিল্লা, নাটোর-সহ বিভিন্ন জেলায় ভূমি মেলা অনুষ্ঠিত হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০