পরিবারসহ সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাসস
প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৭:৩৯
সাবের হোসেন চৌধুরী। ফাইল ছবি

ঢাকা, ২৫ মে, ২০২৫ (বাসস) : সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী, তার স্ত্রী রেহান চৌধুরী, ছেলে হামদাদ হোসেন ও আরাজ আলম, মেয়ে রাইমা চৌধুরি ও আলিশা বাবর চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ রোববার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন বলে বাসস'কে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম।

আবেদনে বলা হয়েছে, সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থেকে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে।

অনুসন্ধানকালে জানা গেছে যে, সাবের হোসেন চৌধুরী ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে।

সাবের হোসেন চৌধুরী এবং তার পরিবারবর্গ দেশ ছেড়ে যেতে এবং স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন বলে জানা গেছে। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধানকার্য ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে বিধায়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন বলে এ আবেদন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শ্রীলংকায় আইসিসি কর্মশালায় বাংলাদেশের আম্পায়াররা
খাগড়াছড়িতে আনসার-ভিডিপির হিল ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সমাপনী অনুষ্ঠিত
কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ইরাবতী ডলফিন
জাতীয় নারী হ্যান্ডবলে আনসারের শিরোপা অক্ষুণ্ন
দেশের অর্থনীতি স্থিতিশীলতার পথে ফিরে এসেছে : সমাজকল্যাণ উপদেষ্টা
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন
নারীর সমান অধিকার নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছে সরকার : পরিবেশ উপদেষ্টা
চাঁদপুরে মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সভা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় শাড়ি, ওষুধসহ বিভিন্ন পণ্য জব্দ
জ্বর নিয়ে হাসপাতালে আসা ৫৭ শতাংশ রোগীই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত
১০