দিনাজপুরে ৩ দিনব্যাপী ভূমি মেলা শুরু

বাসস
প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৭:৪২
ছবি : বাসস

দিনাজপুর, ২৫ মে, ২০২৫ (বাসস) :  ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি ’ প্রতিপাদ্যকে সামনে রেখে  দিনাজপুরে ৩ দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। 

আজ দিনাজপুর সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ।

দিনাজপুর সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প এর সার্বিক সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশের ভূমিসেবা ডিজিটাল রূপান্তরের মাধ্যমে এগিয়ে যাচ্ছে যা নাগরিকদের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে। হয়রানি মুক্ত ও জনবান্ধব ভূমিসেবা ব্যবস্থা প্রতিষ্ঠায় ভূমি মন্ত্রণালয় প্রযুক্তিগতভাবে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এগুলো বাস্তবায়িত হলে ভূমির মালিকদের আর  হয়রানির শিকার হতে হবে না। 

তিনি আরও বলেন, নামজারি, ভূমি উন্নয়ন কর,পর্চা ও নকশা সংগ্রহ ব্যবস্থাপনা শতভাগ অনলাইনভিত্তিক ও ক্যাশলেস করা হয়েছে। যেকোনো নাগরিক পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় সেবা নিতে পারবে। ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে আদায়ের ফলে সরকারের রাজস্ব আয় বহু গুনে বৃদ্ধি পেয়েছে। 

দিনাজপুর সদর উপজেলার নসিপুর গ্রামের সলিমুল্লাহ প্রধান (৫২) তাৎক্ষণিকভাবে তার জমির আটকে থাকা খাজনা খারিজের সমাধান পাওয়ায় অন্তর্র্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

মেলায় সেবা গ্রহীতারা সদর উপজেলার নির্ধারিত স্টলে গিয়ে ই-নাম জারি,মৌজা ম্যাপ,অন লাইনে খতিয়ানের সার্টিফাইড কপিসহ ভূমি সংক্রান্ত সকল সেবা ও তথ্য নিতে পারবে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে  আরও  উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জানে আলম, রেভিনিউ ডেপুটি কালেক্টর মুহ. সাদ্দাম হোসেন, সদর উপজেলার সার্ভেয়ার আবু দাইয়ান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০