যশোরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

বাসস
প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৭:৪৭

যশোর, ২৫ মে ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখী সংঘর্ষে আসিফ হোসেন (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। 

আজ রোববার দুপুর দুইটার দিকে যশোর সদর উপজেলার নতুন খয়েরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসিফ হোসেন জেলার সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের মেহের আলীর ছেলে এবং যশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের প্রথমবর্ষের ছাত্র।

এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে মোটরসাইকেল যোগে যশোর পাসপোর্ট অফিসে নিজের পাসপোর্ট আনতে গিয়েছিলেন আসিফ হোসেন। সেখান থেকে ফেরার পথে যশোরমুখী একটি ট্রাকের সাথে আসিফের মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে আসিফ ঘটনাস্থলেই নিহত হন। তার সাথে একই মোটরসাইকেলে থাকা বন্ধু রাকিবুল ইসলাম শুভ গুরুতর আহত হন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত আসিফ হোসেনের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। 

দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শ্রীলংকায় আইসিসি কর্মশালায় বাংলাদেশের আম্পায়াররা
খাগড়াছড়িতে আনসার-ভিডিপির হিল ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সমাপনী অনুষ্ঠিত
কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ইরাবতী ডলফিন
জাতীয় নারী হ্যান্ডবলে আনসারের শিরোপা অক্ষুণ্ন
দেশের অর্থনীতি স্থিতিশীলতার পথে ফিরে এসেছে : সমাজকল্যাণ উপদেষ্টা
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন
নারীর সমান অধিকার নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছে সরকার : পরিবেশ উপদেষ্টা
চাঁদপুরে মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সভা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় শাড়ি, ওষুধসহ বিভিন্ন পণ্য জব্দ
জ্বর নিয়ে হাসপাতালে আসা ৫৭ শতাংশ রোগীই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত
১০