যশোরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

বাসস
প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৭:৪৭

যশোর, ২৫ মে ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখী সংঘর্ষে আসিফ হোসেন (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। 

আজ রোববার দুপুর দুইটার দিকে যশোর সদর উপজেলার নতুন খয়েরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসিফ হোসেন জেলার সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের মেহের আলীর ছেলে এবং যশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের প্রথমবর্ষের ছাত্র।

এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে মোটরসাইকেল যোগে যশোর পাসপোর্ট অফিসে নিজের পাসপোর্ট আনতে গিয়েছিলেন আসিফ হোসেন। সেখান থেকে ফেরার পথে যশোরমুখী একটি ট্রাকের সাথে আসিফের মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে আসিফ ঘটনাস্থলেই নিহত হন। তার সাথে একই মোটরসাইকেলে থাকা বন্ধু রাকিবুল ইসলাম শুভ গুরুতর আহত হন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত আসিফ হোসেনের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। 

দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গৌরীপুরে সহিংসতার দায়ে বিএনপির ৫ নেতা বহিষ্কার
সাভারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২ নেতা-কর্মী গ্রেফতার
আরও ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
চাঁদপুরের নতুন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
সালাহউদ্দিন আহমেদের কথায় অনশন ভাঙলেন আমজনতার তারেক 
দিনাজপুরে দুদকের ১৯০তম গণশুনানি সোমবার
রামপালে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
ঝিনাইদহের নতুন ডিসি আব্দুল্লাহ আল মাসউদ
২৬ ফেব্রুয়ারির পর নির্বাচন হলে জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল
১০