এনবিআরকে অর্থ মন্ত্রণালয়ের অধীন একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগে উন্নীত করা হবে

বাসস
প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৯:৪০

ঢাকা, ২৫ মে, ২০২৫ (বাসস) : জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অর্থ মন্ত্রণালয়ের অধীনে সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে।

আজ রোববার জারি করা অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ও বিসিএস (কর) ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ন রেখে জাতীয় রাজস্ব বোর্ড শক্তিশালীকরণ এবং একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে রাজস্ব নীতি পৃথকীকরণের কাঠামো কীরূপে প্রণীত হবে তা জাতীয় রাজস্ব বোর্ড, রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি ও গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড শক্তিশালীকরণ এবং রাজস্ব নীতি প্রণয়ন কার্যক্রম পৃথকীকরণের লক্ষ্যে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সকল সংশোধনী আনা হবে। উল্লেখ্য, প্রয়োজনীয় সংশোধনের আগ পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না।

রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ বাস্তবায়ন বিষয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের উদ্বেগের পর  আজ ২২ মে তারিখে অর্থ মন্ত্রণালয়ের জারি করা পূর্ববর্তী প্রেস নোটটি আরও স্পষ্ট করার জন্য এই প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সরকার আশা প্রকাশ করছে যে, এই ঘোষণার মাধ্যমে কর এবং কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সকল উদ্বেগের অবসান ঘটবে এবং দেশের রাজস্ব আহরণ ও রাজস্ব সেবা প্রদানকারী সকল দপ্তর অবিলম্বে পূর্ণ উদ্যমে কাজ শুরু করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিজিবি-বিএসএফ সীমান্ত বৈঠকে অংশ নিতে ঢাকায় ভারতীয় প্রতিনিধি দল
শ্রীলংকায় আইসিসি কর্মশালায় বাংলাদেশের আম্পায়াররা
খাগড়াছড়িতে আনসার-ভিডিপির হিল ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সমাপনী অনুষ্ঠিত
কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ইরাবতী ডলফিন
জাতীয় নারী হ্যান্ডবলে আনসারের শিরোপা অক্ষুণ্ন
দেশের অর্থনীতি স্থিতিশীলতার পথে ফিরে এসেছে : সমাজকল্যাণ উপদেষ্টা
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন
নারীর সমান অধিকার নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছে সরকার : পরিবেশ উপদেষ্টা
চাঁদপুরে মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সভা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় শাড়ি, ওষুধসহ বিভিন্ন পণ্য জব্দ
১০