ফেনীতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

বাসস
প্রকাশ: ২৫ মে ২০২৫, ২০:৩৯
ফেনীতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন। ছবি: বাসস

ফেনী, ২৫ মে, ২০২৫ (বাসস): ফেনীতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ রোববার জেলা প্রশাসনের আয়োজনে শহরের ট্রাংক রোডে সদর উপজেলা ভূমি অফিসে ভূমি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। 

মেলার পাশাপাশি জনসচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হকের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ফাহমিদা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। 
তিনি বলেন, অনলাইনে ভূমি সেবা নিলে সেবা প্রত্যাশীদের ভোগান্তি কমবে। 

ভূমি সেবা নিতে কোন মাধ্যমে না যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো মাধ্যমে সেবা নিতে গেলে, তখন দুর্নীতির সুযোগ তৈরি হয়। 

জেলা প্রশাসক আরো বলেন, ইতোমধ্যে জেলা প্রশাসক কার্যালয়ে ৩০টি সেবা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক করেছি। এ ৩০টি সেবার জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং আগামী ১ জুন থেকে ডিসি অফিসে কোনো লিখিত আবেদন জমা নেয়া হবে না।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, জামায়াতে ইসলামীর জেলা আমির মুফতি আবদুল হান্নান, বিএনপি’র সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মোতালেব, ইসলামি আন্দোলনের সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূইয়া, খেলাফত মজলিসের যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজ উল্লাহ আহমদী, ছাত্র প্রতিনিধি আব্দুল কাইয়ুম সোহাগ ও ওমর ফারুক সভায় বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ৬ জনের হাতে অধিগ্রহণের ক্ষতিপূরণের ৫৮ লাখ টাকার চেক তুলে দেয়া হয়। মেলায় তাৎক্ষণিক ভূমি সেবা দিতে ৩টি স্টল রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পঞ্চগড়ে ব্যাংকে ডাকাতির চেষ্টা, যুবক আটক
‘নতুন কুঁড়ি’ সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতি সভা
বগুড়ায় আমনের চারা রোপণে ব্যস্ত কৃষকেরা 
কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন
নীতি সুদহার অপরিবর্তিত রাখলো দক্ষিণ কোরিয়া
খুলনায় সাবেক এমপি মিজান জেলগেট থেকে  ফের গ্রেফতার
কিয়েভে রাশিয়ার হামলায় ৮ জন নিহত : জেলেনস্কি
গোপালগঞ্জে কৃষি খামারে তরুণ উদ্যোক্তা হাসিবের সাফল্য
ফেনীতে সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক ১
পার্বতীপুরে ৫ মাসে তিন হাজার নামজারি নিষ্পত্তি
১০