আরসিসিতে টেকসই নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পর্কে ওরিয়েন্টেশন শুরু

বাসস
প্রকাশ: ২৫ মে ২০২৫, ২০:৪৫
ছবি: বাসস

রাজশাহী, ২৫ মে, ২০২৫ (বাসস): রাজশাহী সিটি কর্পোরেশনে (আরসিসি)- আজ থেকে টেকসই নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পর্কে দুই দিনের ওরিয়েন্টেশন শুরু হয়েছে।

আরসিসি তাদের আরবান প্রাইমারি হেলথকেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-২ বাস্তবায়নের অংশ হিসেবে নগর ভবন সম্মেলন কক্ষে এই ওরিয়েন্টেশনের আয়োজন করে।

আরসিসি’র প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এতে প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম সভাপতিত্ব করেন।

প্রকল্প পরিচালক খন্দকার নাজমুল হুদা শামীম, উপ-প্রকল্প পরিচালক ডা. সাবরিনা হক ও আরসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএফএম আঞ্জুমান আরা বেগমও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ধারণাপত্র উপস্থাপনের সময়, প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার ডা. ফারহানা হোসেন প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন সম্পর্কে একটি চিত্র তুলে ধরেন।

তিনি বলেন, দক্ষ, কার্যকর ও টেকসই প্রাথমিক স্বাস্থ্যসেবাগুলোতে উন্নত সেবা প্রাপ্তির মাধ্যমে নগরবাসী, বিশেষ করে দরিদ্রদের স্বাস্থ্যের অবস্থা উন্নত করার লক্ষ্যে, এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

ডা. ফারহানা বলেন, পরিশেষে, প্রকল্পটি একটি টেকসই নগর পিএইচসি (নগর স্বাস্থ্য সেবা) ব্যবস্থা তৈরিতে কাজ করবে- যা সকলের জন্য, বিশেষ করে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য মানসম্পন্ন পরিষেবা নিশ্চিত করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০