সরকারি-বেসরকারি কলেজে সংযুক্ত শিক্ষক ও প্রদর্শক দেয়া দরকার: আমানুল্লাহ 

বাসস
প্রকাশ: ২৫ মে ২০২৫, ২১:৪৪
ছবি: সংগৃহীত

ঢাকা, ২৫ মে, ২০২৫ (বাসস): জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ বলেছেন, সরকারি-বেসরকারি কলেজে জরুরিভিত্তিতে সংযুক্ত শিক্ষক ও প্রদর্শক দেয়া দরকার। 

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের অভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানে বাধাগ্রস্ত হচ্ছে। শিক্ষার গুণগতমান সার্বিকভাবে পিছিয়ে পড়েছে। 

গতকাল শনিবার চট্টগ্রামে তৃতীয়বারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি আরও বলেন, শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে ও চাহিদা অনুযায়ী নতুন সিলেবাস প্রণয়ন, সিলেবাস সংস্কার, আইসিটি সফটওয়্যার স্কিল, হার্ড স্কিল এবং ইংরেজি শিক্ষাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে। 

পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং ক্লাসে ফিরে আসতে উৎসাহিত করার জন্য শিক্ষকদের ট্রেনিং, কলেজ মনিটরিং এবং কলেজ অডিটিংসহ নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০