জাতীয় সাইবার নিরাপত্তা চ্যাম্পিয়নশিপ জিতলো জাবি’র 'ট্রিপটিক'

বাসস
প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৩:১৯
জাতীয় সাইবার নিরাপত্তা চ্যাম্পিয়নশিপ জিতলো জাবি’র 'ট্রিপটিক'। ছবি: বাসস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৬ মে, ২০২৫ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের দল ‘ট্রিপটিক’ ‘পাবলিক কী ইনফ্রাস্ট্রাকচার সামিট, ২০২৫-পিকেআই হ্যাকাথন’ এর বিশ্ববিদ্যালয় বিভাগে চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

এটি সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে কন্ট্রোল অফ সার্টিফাইং অথরিটি (সিসিএ) দ্বারা আয়োজিত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বিজয়ী দলকে আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা জানিয়েছেন।

আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য দলের প্রশংসা করে বলেন, তাদের কৃতিত্ব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য গর্ব এবং স্বীকৃতি বয়ে এনেছে।

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ ভবিষ্যতেও অগ্রগতির এ ধারা অব্যাহত রাখবে বলে তিনি আশা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০