জাতীয় সাইবার নিরাপত্তা চ্যাম্পিয়নশিপ জিতলো জাবি’র 'ট্রিপটিক'

বাসস
প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৩:১৯
জাতীয় সাইবার নিরাপত্তা চ্যাম্পিয়নশিপ জিতলো জাবি’র 'ট্রিপটিক'। ছবি: বাসস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৬ মে, ২০২৫ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের দল ‘ট্রিপটিক’ ‘পাবলিক কী ইনফ্রাস্ট্রাকচার সামিট, ২০২৫-পিকেআই হ্যাকাথন’ এর বিশ্ববিদ্যালয় বিভাগে চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

এটি সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে কন্ট্রোল অফ সার্টিফাইং অথরিটি (সিসিএ) দ্বারা আয়োজিত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বিজয়ী দলকে আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা জানিয়েছেন।

আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য দলের প্রশংসা করে বলেন, তাদের কৃতিত্ব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য গর্ব এবং স্বীকৃতি বয়ে এনেছে।

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ ভবিষ্যতেও অগ্রগতির এ ধারা অব্যাহত রাখবে বলে তিনি আশা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০