জাতীয় সাইবার নিরাপত্তা চ্যাম্পিয়নশিপ জিতলো জাবি’র 'ট্রিপটিক'

বাসস
প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৩:১৯
জাতীয় সাইবার নিরাপত্তা চ্যাম্পিয়নশিপ জিতলো জাবি’র 'ট্রিপটিক'। ছবি: বাসস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৬ মে, ২০২৫ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের দল ‘ট্রিপটিক’ ‘পাবলিক কী ইনফ্রাস্ট্রাকচার সামিট, ২০২৫-পিকেআই হ্যাকাথন’ এর বিশ্ববিদ্যালয় বিভাগে চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

এটি সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে কন্ট্রোল অফ সার্টিফাইং অথরিটি (সিসিএ) দ্বারা আয়োজিত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বিজয়ী দলকে আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা জানিয়েছেন।

আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য দলের প্রশংসা করে বলেন, তাদের কৃতিত্ব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য গর্ব এবং স্বীকৃতি বয়ে এনেছে।

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ ভবিষ্যতেও অগ্রগতির এ ধারা অব্যাহত রাখবে বলে তিনি আশা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০