জাতীয় সাইবার নিরাপত্তা চ্যাম্পিয়নশিপ জিতলো জাবি’র 'ট্রিপটিক'

বাসস
প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৩:১৯
জাতীয় সাইবার নিরাপত্তা চ্যাম্পিয়নশিপ জিতলো জাবি’র 'ট্রিপটিক'। ছবি: বাসস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৬ মে, ২০২৫ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের দল ‘ট্রিপটিক’ ‘পাবলিক কী ইনফ্রাস্ট্রাকচার সামিট, ২০২৫-পিকেআই হ্যাকাথন’ এর বিশ্ববিদ্যালয় বিভাগে চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

এটি সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে কন্ট্রোল অফ সার্টিফাইং অথরিটি (সিসিএ) দ্বারা আয়োজিত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বিজয়ী দলকে আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা জানিয়েছেন।

আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য দলের প্রশংসা করে বলেন, তাদের কৃতিত্ব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য গর্ব এবং স্বীকৃতি বয়ে এনেছে।

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ ভবিষ্যতেও অগ্রগতির এ ধারা অব্যাহত রাখবে বলে তিনি আশা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ
বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত
ঢাকাসহ তিন জেলায় দুদকের অভিযান : অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে
জুলাই আন্দোলনের যুবা ও জেন্ডার ডাইভার্সদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন
জামায়াত আমীরের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার উপদেষ্টার সাক্ষাৎ
শেখ হাসিনার ও পরিবারের নামের স্থাপনার নাম পরিবর্তন করেছে গৃহায়ন মন্ত্রণালয়
কুস্তিতে পুরুষ-নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন আনসার
১০