বুধবার থেকে শিল্প প্রতিষ্ঠানে অতিরিক্ত গ্যাস সরবরাহ করা হবে : পেট্রোবাংলা

বাসস
প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৬:৪৬

ঢাকা, ২৬ মে, ২০২৫ (বাসস) : আগামী বুধবার থেকে শিল্প প্রতিষ্ঠানে দৈনিক আরও ১৫০ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস সরবরাহ করা হবে জানিয়েছে পেট্রোবাংলা। 

আজ সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নোবেল দে এ কথা জানিয়েছেন।

পেট্রোবাংলার পক্ষ থেকে বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত শিল্পে গ্যাস সরবরাহের গড় পরিমাণ দৈনিক ৮২৩ মিলিয়ন ঘনফুট। সে তুলনায় এবছর একই সময়ে (জানুয়ারি -এপ্রিল ২০২৫) শিল্পে ৯৯৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর ২১ শতাংশ গ্যাস বেশি সরবরাহ  করা হয়েছে।

এ ছাড়াও শিল্পের গ্যাস সরবরাহ বৃদ্ধির জন্য গত বছরের তুলনায় ছয়টি অতিরিক্ত এলএনজি কার্গো আমদানির ব্যবস্থা করা হয়েছে। যার আমদানি মূল্য প্রতি ঘনমিটার প্রায় ৬৫ টাকা। 

উল্লেখ্য, শিল্প ও ক্যাপটিভ শ্রেণির গ্রাহকদের জন্য গ্যাসের মূল্য যথাক্রমে ৩০ টাকা ও ৩১ টাকা ৫০ পয়সা অর্থাৎ অতিরিক্ত গ্যাস সরবরাহের জন্য প্রতি ঘনমিটারে সরকারকে ৩৫টাকা ভর্তুকি দিতে হবে। অতিরিক্ত এলএনজি আমদানি ও শ্রেণিভিত্তিক বন্টন পরিবর্তন করার ফলে আগামী ২৮ মে বুধবার ২০২৫ থেকে দৈনিক আরো ১৫০ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস সরবরাহ করা হবে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান
মোজাম্বিক-রুয়ান্ডার মধ্যে শান্তি ও নিরাপত্তা চুক্তি সই
পঞ্চগড়ে ব্যাংকে ডাকাতির চেষ্টা, যুবক আটক
‘নতুন কুঁড়ি’ সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতি সভা
বগুড়ায় আমনের চারা রোপণে ব্যস্ত কৃষকেরা 
কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন
নীতি সুদহার অপরিবর্তিত রাখলো দক্ষিণ কোরিয়া
খুলনায় সাবেক এমপি মিজান জেলগেট থেকে  ফের গ্রেফতার
কিয়েভে রাশিয়ার হামলায় ৮ জন নিহত : জেলেনস্কি
গোপালগঞ্জে কৃষি খামারে তরুণ উদ্যোক্তা হাসিবের সাফল্য
১০