যুবকদের জেগে স্বপ্ন দেখার আহ্বান চট্টগ্রামের ডিসি’র

বাসস
প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৭:৫৫
ছবি : বাসস

চট্টগ্রাম, ২৬ মে, ২০২৫ (বাসস) : ‘ঘুমিয়ে নয়, যুবকদের জেগে স্বপ্ন দেখার’ আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।  

আজ দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ার হাটের যুব কর্ণার-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি যুবকদের প্রতি এ আহ্বান জানান। 

ডিসি ফরিদা খানম বলেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে দক্ষ ও পরিশ্রমী করে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে তিনি বিল গেটসসহ বিভিন্ন উদ্যোক্তার উদাহরণ টেনে বক্তব্যের মাধ্যমে যুবকদের উৎসাহিত করেন। 

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আবুল বশর।

উদ্বোধন শেষে তিনি ৬টি যুব কর্ণার ঘুরে দেখেন। যুব কর্ণারগুলোতে অর্গানিক ও উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিক্রি করা হবে।

এদিকে, বেলা ২টায় জেলা প্রশাসক মিরসরাই অডিটোরিয়ামে ‘মিরসরাই সমৃদ্ধির অগ্রযাত্রায়’ বইয়ের মোড়ক উন্মোচনের পাশাপাশি হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। 

এছাড়া, তিনি মিরসরাই সদরে নির্মিত পুলিশ বক্স ও যাত্রী ছাউনির উদ্বোধন করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০