যুবকদের জেগে স্বপ্ন দেখার আহ্বান চট্টগ্রামের ডিসি’র

বাসস
প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৭:৫৫
ছবি : বাসস

চট্টগ্রাম, ২৬ মে, ২০২৫ (বাসস) : ‘ঘুমিয়ে নয়, যুবকদের জেগে স্বপ্ন দেখার’ আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।  

আজ দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ার হাটের যুব কর্ণার-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি যুবকদের প্রতি এ আহ্বান জানান। 

ডিসি ফরিদা খানম বলেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে দক্ষ ও পরিশ্রমী করে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে তিনি বিল গেটসসহ বিভিন্ন উদ্যোক্তার উদাহরণ টেনে বক্তব্যের মাধ্যমে যুবকদের উৎসাহিত করেন। 

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আবুল বশর।

উদ্বোধন শেষে তিনি ৬টি যুব কর্ণার ঘুরে দেখেন। যুব কর্ণারগুলোতে অর্গানিক ও উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিক্রি করা হবে।

এদিকে, বেলা ২টায় জেলা প্রশাসক মিরসরাই অডিটোরিয়ামে ‘মিরসরাই সমৃদ্ধির অগ্রযাত্রায়’ বইয়ের মোড়ক উন্মোচনের পাশাপাশি হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। 

এছাড়া, তিনি মিরসরাই সদরে নির্মিত পুলিশ বক্স ও যাত্রী ছাউনির উদ্বোধন করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদে সাক্ষরে আগ্রহী ইসলামী আন্দোলন বাংলাদেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের মৃত্যুতে জামায়াত আমীর ও রুয়া নেতৃবৃন্দের শোক
পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে ভারত
কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র বিতরণ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন ৭টি বাস চালু
সিঙ্গাপুরের জাতীয় দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ
পটুয়াখালীতে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক
গণঅভ্যুত্থান পরবর্তী জনগণ শাসন ব্যবস্থার পরিবর্তন চায় : গোলাম পরওয়ার
নাইজেরিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় ১৯ নারী ও শিশু নিহত
আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত: সালাহউদ্দিন আহমেদ 
১০