যুবকদের জেগে স্বপ্ন দেখার আহ্বান চট্টগ্রামের ডিসি’র

বাসস
প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৭:৫৫
ছবি : বাসস

চট্টগ্রাম, ২৬ মে, ২০২৫ (বাসস) : ‘ঘুমিয়ে নয়, যুবকদের জেগে স্বপ্ন দেখার’ আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।  

আজ দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ার হাটের যুব কর্ণার-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি যুবকদের প্রতি এ আহ্বান জানান। 

ডিসি ফরিদা খানম বলেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে দক্ষ ও পরিশ্রমী করে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে তিনি বিল গেটসসহ বিভিন্ন উদ্যোক্তার উদাহরণ টেনে বক্তব্যের মাধ্যমে যুবকদের উৎসাহিত করেন। 

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আবুল বশর।

উদ্বোধন শেষে তিনি ৬টি যুব কর্ণার ঘুরে দেখেন। যুব কর্ণারগুলোতে অর্গানিক ও উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিক্রি করা হবে।

এদিকে, বেলা ২টায় জেলা প্রশাসক মিরসরাই অডিটোরিয়ামে ‘মিরসরাই সমৃদ্ধির অগ্রযাত্রায়’ বইয়ের মোড়ক উন্মোচনের পাশাপাশি হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। 

এছাড়া, তিনি মিরসরাই সদরে নির্মিত পুলিশ বক্স ও যাত্রী ছাউনির উদ্বোধন করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে যুবলীগ নেত্রী লাজলী ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আমির গ্রেফতার
মূল্যস্ফীতি ১২.৫ শতাংশ থেকে নেমে ৮.৩ শতাংশে দাঁড়িয়েছে: বাংলাদেশ ব্যাংক গভর্নর
আফগানিস্তানকে ২২২ রানের টার্গেট দিল বাংলাদেশ
পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে স্টেকহোল্ডারের মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন
লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে আনোয়ার আলদীনের মতবিনিময়
বাংলাদেশ-জাপান উচ্চশিক্ষায় সহযোগিতা জোরদারে সম্মত
গাজাগামী ত্রাণবাহী নতুন নৌ-বহর আটকে দিয়েছে ইসরাইল
ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিরসনে উড়াল সেতুর পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়ক উপদেষ্টা
বাসাবাড়িতে আর পাইপ লাইনের গ্যাস সংযোগ দেওয়া হবে না: জ্বালানি উপদেষ্টা
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৪.৬ শতাংশ প্রবৃদ্ধি
১০