যুবকদের জেগে স্বপ্ন দেখার আহ্বান চট্টগ্রামের ডিসি’র

বাসস
প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৭:৫৫
ছবি : বাসস

চট্টগ্রাম, ২৬ মে, ২০২৫ (বাসস) : ‘ঘুমিয়ে নয়, যুবকদের জেগে স্বপ্ন দেখার’ আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।  

আজ দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ার হাটের যুব কর্ণার-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি যুবকদের প্রতি এ আহ্বান জানান। 

ডিসি ফরিদা খানম বলেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে দক্ষ ও পরিশ্রমী করে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে তিনি বিল গেটসসহ বিভিন্ন উদ্যোক্তার উদাহরণ টেনে বক্তব্যের মাধ্যমে যুবকদের উৎসাহিত করেন। 

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আবুল বশর।

উদ্বোধন শেষে তিনি ৬টি যুব কর্ণার ঘুরে দেখেন। যুব কর্ণারগুলোতে অর্গানিক ও উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিক্রি করা হবে।

এদিকে, বেলা ২টায় জেলা প্রশাসক মিরসরাই অডিটোরিয়ামে ‘মিরসরাই সমৃদ্ধির অগ্রযাত্রায়’ বইয়ের মোড়ক উন্মোচনের পাশাপাশি হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। 

এছাড়া, তিনি মিরসরাই সদরে নির্মিত পুলিশ বক্স ও যাত্রী ছাউনির উদ্বোধন করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০