সাতক্ষীরার কলারোয়ায় তিনটি করাতকলে টাস্কফোর্সের অভিযান

বাসস
প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৯:০৫
ছবি: বাসস

সাতক্ষীরা, ২৬ মে, ২০২৫ (বাসস): জেলার কলারোয়ায় বনবিভাগের অনুমোদন বিহীন অবৈধ তিনটি করাতকলে টাস্কফোর্স অভিযান চালিয়েছে। 

আজ সোমবার উপজেলার গয়ড়া কলেজ মোড় এলাকায় অভিযানকালে ৩০ হাজার টাকা জরিমানাসহ ৪৭ লাখ টাকা মূল্যের ৭ হাজার ৮০০ ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ জব্দ করেছে টাস্কফোর্স। 

টাস্কফোর্স এ সময় তিনটি করাতকলগুলো স্থায়ীভাবে বন্ধের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৫ দিনের মধ্যে অপসারণের নোটিশ জারি করেন। অভিযানে নেতৃত্ব দেন কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত জাহান।

কলারোয়ার উপজেলার গয়ড়া কলেজ মোড় এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী বন বিভাগের অনুমোদনবিহীন করাতকলে পরিবেশ ধ্বংসকারী গাছ ও কাঠ চেরাই করছে এমন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান চালায়। 

এছাড়া আইন লঙ্ঘন করে অবৈধভাবে কাঠ চেরাই করার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তিনটি করাতকল থেকে ৪৭ লাখ টাকা মূল্যের ৭ হাজার ৮০০ ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ জব্দ করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম ও কলারোয়া উপজেলা বন কর্মকর্তা ফরিদুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০