রাজশাহীতে ট্রাক দুর্ঘটনায় হেলপার নিহত

বাসস
প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৯:০৭

রাজশাহী, ২৬ মে, ২০২৫ (বাসস) : রাজশাহী মহানগরীতে ট্রাকের ধাক্কায় ট্রাক হেলপার সুমন (২৬) নিহত এবং দুই ট্রাক চালক আহত হয়েছেন। নিহত হেলপার সুমন ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের জামাল উদ্দিনের ছেলে। 

গত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মহানগরীর অদূরে খিরসিন টিকর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত জসিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর ট্রাক চালকের নাম জানা যায়নি।

আরএমপির শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমা মোস্তারিন বাসসকে জানান, রোববার রাত পৌনে ১২টার দিকে রাজশাহীর কাশিয়াডাঙ্গার দিক থেকে সিটি হাটের দিকে একটি মাল বোঝাই ট্রাক যাচ্ছিলো। ওই ট্রাকের সামনে আরেকটি ট্রাক ছিল। সামনের ট্রাকটি হঠাৎ ব্রেক ধরলে পেছনের ট্রাকটি সামনের ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ ভেঙ্গে গিয়ে ট্রাক চালক গুরুতর আহত হন। তবে সামনের ট্রাকটি নিরাপদে চলে যায়। খবর পেয়ে শাহমখদুম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করছিল। 

রাত সাড়ে ৩টার দিকে কাশিয়াডাঙ্গার দিক থেকে নওদাপাড়ার দিকে যাওয়ার সময় একটি ট্রাক দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকের হেলপার সুমনের মাথা বিচ্ছিন্ন হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন ও ট্রাক চালক আহত হন। পুলিশ প্রায় ২ ঘণ্টা পর লাশটি দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাক থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০