চট্টগ্রামে প্রগতি ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করলেন বিপিএটিসি’র প্রশিক্ষণার্থীরা

বাসস
প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৯:১০
চট্টগ্রামে প্রগতি ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করলেন বিপিএটিসি’র প্রশিক্ষণার্থীরা। ছবি: বাসস

ঢাকা, ২৬ মে, ২০২৫ (বাসস): বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ১১৭তম সিনিয়র স্টাফ কোর্সের প্রশিক্ষণার্থীরা আজ সোমবার সকালে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (পিআইএল) চট্টগ্রামের কারখানা পরিদর্শন করেছেন।

সরকারের যুগ্মসচিব এবং সমপর্যায়ের ২১জন প্রশিক্ষণার্থী বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) অধীনস্থ পিআইএল পরিদর্শন করেন। এই পরিদর্শনের মুখ্য উদ্দেশ্য হলো- প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড সম্পর্কে সম্যক ধারণা লাভ করা। 

বিপিএটিসি’র এই কোর্সের পরিচালক ড. এম. আরিফুর রহমান প্রশিক্ষণার্থী দলের নেতৃত্ব দেন। কোর্সটির একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম হলো- সরকারি, বেসরকারি গুরুত্বপূর্ণ প্রকল্প, দপ্তর ও স্থাপনা সরেজমিনে পরিদর্শন করা।

পরিদর্শনের শুরুতে তারা কারখানার সভাকক্ষে প্রগতির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ব্যবস্থাপনা পরিচালক প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড, বিভিন্ন মডেলের গাড়ি, পণ্য বৈচিত্র্যকরণ, উন্নয়ন-অগ্রগতি ও ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনার উপর বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

মতবিনিময় সভা শেষে তারা কারখানার গাড়ি সংযোজন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কারখানা প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপণ করা হয়। বিপিএটিসি’র কোর্স ম্যানেজমেন্ট টিম ও সিনিয়র স্টাফ কোর্সের শিক্ষণার্থীগণ প্রগতির সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা, শ্রমিক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০