চট্টগ্রামে প্রগতি ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করলেন বিপিএটিসি’র প্রশিক্ষণার্থীরা

বাসস
প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৯:১০
চট্টগ্রামে প্রগতি ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করলেন বিপিএটিসি’র প্রশিক্ষণার্থীরা। ছবি: বাসস

ঢাকা, ২৬ মে, ২০২৫ (বাসস): বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ১১৭তম সিনিয়র স্টাফ কোর্সের প্রশিক্ষণার্থীরা আজ সোমবার সকালে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (পিআইএল) চট্টগ্রামের কারখানা পরিদর্শন করেছেন।

সরকারের যুগ্মসচিব এবং সমপর্যায়ের ২১জন প্রশিক্ষণার্থী বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) অধীনস্থ পিআইএল পরিদর্শন করেন। এই পরিদর্শনের মুখ্য উদ্দেশ্য হলো- প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড সম্পর্কে সম্যক ধারণা লাভ করা। 

বিপিএটিসি’র এই কোর্সের পরিচালক ড. এম. আরিফুর রহমান প্রশিক্ষণার্থী দলের নেতৃত্ব দেন। কোর্সটির একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম হলো- সরকারি, বেসরকারি গুরুত্বপূর্ণ প্রকল্প, দপ্তর ও স্থাপনা সরেজমিনে পরিদর্শন করা।

পরিদর্শনের শুরুতে তারা কারখানার সভাকক্ষে প্রগতির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ব্যবস্থাপনা পরিচালক প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড, বিভিন্ন মডেলের গাড়ি, পণ্য বৈচিত্র্যকরণ, উন্নয়ন-অগ্রগতি ও ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনার উপর বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

মতবিনিময় সভা শেষে তারা কারখানার গাড়ি সংযোজন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কারখানা প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপণ করা হয়। বিপিএটিসি’র কোর্স ম্যানেজমেন্ট টিম ও সিনিয়র স্টাফ কোর্সের শিক্ষণার্থীগণ প্রগতির সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা, শ্রমিক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে যুবলীগ নেত্রী লাজলী ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আমির গ্রেফতার
মূল্যস্ফীতি ১২.৫ শতাংশ থেকে নেমে ৮.৩ শতাংশে দাঁড়িয়েছে: বাংলাদেশ ব্যাংক গভর্নর
আফগানিস্তানকে ২২২ রানের টার্গেট দিল বাংলাদেশ
পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে স্টেকহোল্ডারের মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন
লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে আনোয়ার আলদীনের মতবিনিময়
বাংলাদেশ-জাপান উচ্চশিক্ষায় সহযোগিতা জোরদারে সম্মত
গাজাগামী ত্রাণবাহী নতুন নৌ-বহর আটকে দিয়েছে ইসরাইল
ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিরসনে উড়াল সেতুর পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়ক উপদেষ্টা
বাসাবাড়িতে আর পাইপ লাইনের গ্যাস সংযোগ দেওয়া হবে না: জ্বালানি উপদেষ্টা
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৪.৬ শতাংশ প্রবৃদ্ধি
১০